সৌরভ মাজি, বর্ধমান: সব দলই ভোটের মুখে ইস্তেহার প্রকাশ করে। দেশ গড়ার কথা, ভোটারদের হিতার্থে, সাধারণ মানুষের হিতে অনেক প্রতিশ্রুতি, আশ্বাস দেওয়া থাকে তাতে। মূলত মনুষ্যকূলের সেবার কথা মাথায় রেখেই তা হয়ে থাকে। কিন্তু সমগ্র জীবকূলের জন্য হয়তো কোনও রাজনৈতিক দলই ভাবে না। তাদের হিতে কোনও প্রতিশ্রুতি এইসব ইস্তেহারে ঠাঁই পায় না। পশু-পাখিদের নিয়ে কেউ রা কাড়ে না অন্তত ভোটের আগে।
আর ঠিক এই সময়কালেই পশু-পাখিদের নিয়েও ভাবনাচিন্তা করার জন্য রাজনৈতিক দলগুলির কাছে চিঠি পাঠালেন বর্ধমানের এক পশুপ্রেমী।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, সর্বভারতীয় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র, বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের কংগ্রেস প্রার্থী রণজিৎ মুখোপাধ্যায়, বিজেপি প্রার্থী এসএস আলুওয়ালিয়াকে চিঠি পাঠিয়েছেন বর্ধমান শহরের ইছলাবাদের বাসিন্দা অভিজিৎ মুখোপাধ্যায়। চিঠিতে তাঁর কাতর আরজি, “এই নির্বাচন যেহেতু দেশ গড়ার নির্বাচন, তাই শুধুমাত্র জনসাধারণ তথা ভোটারদের কথা না ভেবে এই সব অবলা জীবদের হিতার্থে কিছু প্রতিশ্রুতি দেওয়া হোক।” ‘ভয়েস ফর দ্য ভয়েসলেস’ নামে একটি পশুপ্রেমী সংগঠনেরও সম্পাদক অভিজিৎবাবু। সেই সংগঠনের প্যাডেই তিনি কয়েকদিন আগে চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী ও রাজনৈতিক নেতৃবৃন্দকে।
কথায় আছে, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। অভিজিৎবাবু সেই কথা স্মরণ করিয়ে চিঠিতে আরজি জানিয়েছেন, “আপনাদের মতো সর্বভারতীয় রাজনৈতিক দলগুলি যদি দেশ তথা সমগ্র জীবকূলের কথা ভেবে এগিয়ে না আসে তাহলে আর কারা আসবে।” প্রতিটি চিঠিতেই সংশ্লিষ্ট ব্যক্তিকে শুভেচ্ছা জানিয়েছেন।পাশাপাশি লিখেছেন, ‘‘২৩ মে-র জন্য আপনাদের দল বিপুল ভোটে জয়ী হয়ে দেশ গড়ার কাজে এগিয়ে চলুক।’’ অভিজিৎবাবু জানিয়েছেন, ভোটের পর তাঁরা প্রধানমন্ত্রী ও রাহুল গান্ধীর সঙ্গে দেখা করবেন। তার প্রক্রিয়াও শুরু হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.