Advertisement
Advertisement

Breaking News

আজব কাণ্ড! বন্ধ রেলগেট ভেঙে লাইনে দাঁড়িয়ে তাণ্ডব দাঁতালের

ক্লিক করে দেখুন সেই রোমহর্ষক ভিডিও।

Angry jumbo destroys railway level crossing in dooars
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 26, 2017 10:47 am
  • Updated:February 26, 2017 3:17 pm  

ব্রতীন দাস: আজব কাণ্ড!

ট্রেন আসছে৷ রেলগেট বন্ধ রয়েছে৷ কিন্তু তাতে ডোণ্ট কেয়ার৷ জঙ্গল থেকে বেরিয়ে দুলকি চালে হেঁটে এসে বন্ধ রেলগেট শুঁড়ে তুলে সটান লাইনের উপর দাঁড়িয়ে পড়ল সে৷ ওদিকে ততক্ষণে ট্রেনের হুইসেল শোনা যাচ্ছে৷ যে কোনও মুহূর্তে চলে আসতে পারে ট্রেন। ঘটে যেতে পারে মারাত্মক দুর্ঘটনা। নিমেষের মধ্যে ছিন্নভিন্ন করে দিতে পারে শরীর। কিন্তু মত্ত দাঁতালের সেসবে কোনও ভ্রূক্ষেপ নেই৷ নিজের খেয়ালে লাইনের উপর দাঁড়িয়ে কখনও শুঁড়ে পেঁচিয়ে, কখনও পা দিয়ে দুমড়ে, ধাক্কা মেরে লেভেল ক্রসিং ভাঙার চেষ্টা চালিয়ে যেতে থাকে সে৷

Advertisement

যতক্ষণ না ‘মিশন সাকসেস’ হল চলতেই থাকল দাপাদাপি৷ তার পর আপন খেয়ালে আবার যাত্রা জঙ্গল পথে৷ মত্ত হাতির নানা কাণ্ড-কারখানা দেখে অভ্যস্ত ডুয়ার্সের বাসিন্দারা৷ কিন্তু এবার যা দেখলেন তা নিজের চোখকেও বিশ্বাস করতে পারছেন না তাঁরা, এমনটাই বক্তব্য চাপড়ামারির বাসিন্দাদের৷ নাগরাকাটার খুনিয়া মোড় থেকে ঝালং যাওয়ার পথে চাপড়ামারির জঙ্গলের মধ্যেই রয়েছে রেলের ওই লেভেল ক্রসিং৷ রেলকর্মীরা জানিয়েছেন, আগেও বেশ কয়েকবার এলাকায় দেখা গিয়েছে দাঁতালটিকে৷ লাইন পারাপারও করেছে৷ তবে এভাবে কোনওদিন লেভেল ক্রসিং ভাঙেনি৷ ঘটনায় রীতিমতো অবাক তাঁরা৷ সবচেয়ে বেশি আতঙ্ক, যদি ট্রেন চলে আসত৷ তা হলে তো আবার বিপদের শেষ থাকত না৷ ওই রেলওয়ে ক্রসিংয়ে কর্মরত এক রেলকর্মী গোটা ঘটনার ভিডিও করেছেন।

দেখে নিন রোমহর্ষক ভিডিও-

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement