স্টাফ রিপোর্টার, হাওড়া: প্রসবকালীন ছুটির আবেদন করতে এসে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পাশেই একটি বটগাছের তলায় সন্তান প্রসব করলেন এক অঙ্গনওয়াড়ি কর্মী। বৃহস্পতিবার সকালে এই ঘটনাটি ঘটেছে সাঁকরাইলের পাঁচপাড়া পঞ্চায়েতের রাধাদাসী মহাবীরতলা এলাকায়।
আচমকাই অঞ্জলি মুর্মু সামন্ত (৩৪) নামে ওই অঙ্গনওয়াড়ি কর্মীর প্রসব যন্ত্রণা শুরু হয়। এর পরই ওই বটগাছের নিচে স্থানীয় মহিলাদের সাহায্যে ভূমিষ্ঠ হয় তাঁর একটি পুত্রসন্তান। এর পর সাঁকরাইল থানার পুলিশের সাহায্যে মা ও শিশুকে দ্রুত সাঁকরাইল ব্লক স্বাস্থ্যকেন্দ্র, হাজি এস টি মল্লিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ব্লক স্বাস্থ্য আধিকারিক সুমন বক্সি জানালেন, দুজনেই সুস্থ আছে। তাঁদের প্রাথমিক চিকিৎসার পর আরও ভালো চিকিৎসার জন্য পরিবারের সঙ্গে আলোচনা করে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
প্রসঙ্গত, স্থানীয় সুরথ মোহনপাল শিক্ষায়তন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী অঞ্জলি এদিন একটি রিপোর্ট জমা দিতে ও প্রসবকালীন ছুটির জন্য আবেদনপত্র জমা দিতে আসেন। কেন্দ্রে পৌঁছনোর পরই তাঁর প্রসবযন্ত্রণা শুরু হয়। কেন্দ্রের কাছেই একটি বটগাছের তলায় বসে পড়েন তিনি। ছুটে আসেন কয়েকজন অঙ্গনওয়াড়ি কর্মী। সাহায্য করতে এগিয়ে আসেন পড়ুয়াদের মায়েরা ও স্থানীয় মহিলারা। মহিলার পারিবারিক সূত্রে জানা গিয়েছে, দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকেই তাঁর চিকিৎসা কলকাতা মেডিক্যাল কলেজেই চলছিল। এপ্রিল মাসের ২৪ তারিখ প্রসবের দিন ঠিক ছিল। কিন্তু প্রায় এক মাস আগেই প্রসব হয়। তাই পরবর্তী চিকিৎসার জন্য মা ও শিশুকে ওই হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পাঁচপাড়া পঞ্চায়েতের অঙ্গনওয়াড়ি সুপারভাইজার তৃণা রায়ের আক্ষেপ, “অঙ্গনওয়াড়ি কর্মীরা মায়েদের স্বাস্থ্যকেন্দ্রে প্রসব করানোর পরামর্শ দেন, সেখানে একজন অঙ্গনওয়াড়ি কর্মীর প্রসব হল গাছতলায়!”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.