Advertisement
Advertisement
Balurghat

কুমারগঞ্জে মাটির নিচে প্রাচীন নির্মাণ! ধ্বংসাবশেষে ইতিহাসের হাতছানি

৩ ফিট গর্তের পরেই মাটির নিচে অন্তত ৮ ফিট চওড়া ইটের পাঁচিল উদ্ধার হয়।

Ancient building found in Balurghat after excavation
Published by: Subhankar Patra
  • Posted:January 5, 2025 3:19 pm
  • Updated:January 5, 2025 3:19 pm  

রাজা দাস, বালুরঘাট: কমিউনিটি হল তৈরির গর্ত খুঁড়তেই মাটির নিচ থেকে উদ্ধার প্রাচীন নির্মাণ। শোরগোল দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ থানার অন্তর্গত রামকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের ভাদলপাড়ায়। পাল যুগের ধ্বংসাবশেষ বলে দাবি। তবে আপাতত কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে ব্লক প্রশাসনের তরফে।

ভাদলপাড়ায় ‘শ্রীশ্রী বাবা রামেশ্বর মাতা বিদ্ধেশ্বরী এবং বাবা বানেশ্বর’ নামে একটি ট্রাস্ট রয়েছে । সেই ট্রাস্টের ৪৩ একর জমির মধ্যে মন্দির। বাকি থাকা ফাঁকা জমিতে চাষাবাদ হয়। সম্প্রতি, এলাকায় একটি কমিউনিটি হল তৈরির জন্য ট্রাস্টের তরফে পূর্ব-দক্ষিণ কোণে কিছু জমি দেওয়া হয়। রাজ্য সরকারের তরফে এসসি-এসটি ডেভলপমেন্ট বিভাগ থেকে সেই কমিউনিটি হল তৈরির জন্য ৪৯ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে।

Advertisement

যন্ত্রের সাহায্যে ওই কমিউনিটি হল তৈরিতে জন্য দুটি পিলারের গর্ত খোঁড়ার কাজ শুরু হয়েছে। কিন্তু ৩ ফিট গর্তের পরেই মাটির নিচে অন্তত ৮ ফিট চওড়া ইটের পাঁচিল উদ্ধার হয়। তার প্রতিটি ইট ৮ স্কোয়ার ইঞ্চি লম্বা এবং ২ ইঞ্চি চওড়া। দুটি গর্তে অন্তত তিন ট্রাক্টর প্রাচীন ইট বের হয়। তারপরই আপাতত কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন বিডিও শ্রীবাস বিশ্বাস। এলাকায় গিয়ে বিষয়টি খতিয়ে দেখার পরেই কাজের বিষয়ে প্রশাসনিক ভূমিকা নেওয়া হবে বলে তিনি জানিয়েছে। মন্দির কমিটি বা ট্রাস্টের সম্পাদক বিপ্লব মণ্ডল জানাান, এখানে প্রচুর ধ্বংসাবশেষ মিলেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement