Advertisement
Advertisement

Breaking News

খুন

স্ত্রীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক বন্ধুর! প্রতিশোধ নিতে যুবকের মাকে খুন স্বামীর

ঘটনার পর থেকেই পলাতক মূল অভিযুক্ত।

An woman has been killed in Bangaon area on thursday

প্রতীকী ছবি।

Published by: Tiyasha Sarkar
  • Posted:May 14, 2020 1:53 pm
  • Updated:May 14, 2020 2:23 pm  

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: বন্ধুর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছে স্ত্রী! স্রেফ এই সন্দেহের বশেই বন্ধুর মাকে খুনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। মারধর করে বন্ধুকেও। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বনগাঁর পেট্রাপোল এলাকায়। ইতিমধ্যেই ঘটনায় জড়িত সন্দেহে ২ জনকে আটক করেছে পুলিশ। বেপাত্তা মূল অভিযুক্ত।

বনগাঁর পেট্রাপোল থানার ভবানীপুরের বাসিন্দা বিপ্লব বাইন। দীর্ঘদিন ধরেই স্ত্রীর সঙ্গে ওই এলাকাতেই বাস যুবকের। জানা গিয়েছে, সঞ্জীব নামে বিপ্লবের এক বন্ধু প্রায়ই তাঁর বাড়িতে আসতেন। এতেই অভিযুক্তের মনে সন্দেহ তৈরি হয় যে, তার স্ত্রীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছে ওই যুবক। এ নিয়ে একাধিকবার স্ত্রীর সঙ্গে অশান্তিও করে বিপ্লব।মারধরও করে। বাধ্য হয়ে আলাদা থাকতে শুরু করেন তার স্ত্রী। জানা গিয়েছে, সেই ক্ষোভের বশেই বৃহস্পতিবার সকালে বন্ধুর বাড়িতে চড়াও হয় বিপ্লব।

Advertisement

[আরও পড়ুন: তেলেনিপাড়ার উত্তেজনার মাঝেই রাতারাতি ভদ্রেশ্বর থানার ওসি বদল, তুঙ্গে বিতর্ক]

সূত্রের খবর, বন্ধুকে এলোপাথাড়ি মারধর করতে শুরু করে অভিযুক্ত। ছেলেকে বাঁচাতে গেলে তাঁর মাকেও মারে অভিযুক্ত। গুরুতর জখম হন প্রৌঢ়া। চিৎকারে স্থানীয়রা ছুটে এসে প্রৌঢ়াকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। খবর পেয়ে ইতিমধ্যে দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। আটক করা হয়েছে ২ জনকে। তবে এখনও অধরা মূল অভিযুক্ত।

[আরও পড়ুন: হুগলিতে বন্ধ ইন্টারনেট পরিষেবা, লাটে উঠেছে ‘ওয়ার্ক ফ্রম হোম’-অনলাইন পড়াশোনা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement