Advertisement
Advertisement

Breaking News

Dooars

কলে হাত ধুতে গিয়ে চিতাবাঘের কবলে বৃদ্ধা, ছিঁড়ে নিয়ে গেল মুণ্ড!

দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

An woman allegedly killed by leopard in Dooars | Sangbad Pratidin

প্রতীকী ছবি।

Published by: Tiyasha Sarkar
  • Posted:August 28, 2023 11:20 am
  • Updated:August 28, 2023 11:20 am  

রাজ কুমার, আলিপুরদুয়ার: চিতাবাঘের হানায় বৃদ্ধার মৃত্যু। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ডুয়ার্সের ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অতীত পাড়ায়। রাতেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

ডুয়ার্সে চিতাবাঘের হানার ঘটনা একেবারেই নতুন নয়। প্রায়ই চিতাবাঘের আক্রমণের খবর প্রকাশ্যে আসে। জানা গিয়েছে, ডুয়ার্সের জটেশ্বর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অতীতপাড়ার বাসিন্দা সরোজিনী রায়। রবিবার রাতে খাওয়া দাওয়ার পর বাড়ির কলে হাত ধুতে গিয়েছিলেন ওই বৃদ্ধা। সূত্রের খবর, সেই সময়ই তাঁকে টেনে নিয়ে যায় চিতাবাঘ। দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও বৃদ্ধা ঘরে ফেরেননি। গভীর রাতে তাঁর দেহ উদ্ধার করে পুলিশ। সোমবার সকালে উদ্ধার হয়েছে মাথা।

Advertisement

[আরও পড়ুন: দত্তপুকুর বিস্ফোরণকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই প্রথম গ্রেপ্তার, ধৃত বাজি ব্যবসায়ী শফিক আলম]

ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী ও বনদপ্তরের আধিকারিকরা। জনবসতিপূর্ণ এলাকায় চিতাবাঘের আনাগোনায় স্বাভাবিকভাবেই আতঙ্কে স্থানীয় বাসিন্দারা।

[আরও পড়ুন: টুরগা প্রকল্প বাতিলের দাবিতে বাইক মিছিল পুরুলিয়ায়, ডিএফওকে ঘেরাও গ্রামবাসীদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement