Advertisement
Advertisement
অজানা বন্যপ্রাণীর পায়ের ছাপ

জমিতে কার পায়ের ছাপ? শীতের রাতে অজানা প্রাণীর আতঙ্কে কাঁটা গ্রামবাসীরা

পায়ের ছাপ পরীক্ষা করে প্রাণীটিকে শনাক্তকরণের চেষ্টা বনকর্তাদের।

An unknown animal spreading fear among the villagers in Barikul
Published by: Sucheta Sengupta
  • Posted:January 4, 2020 6:59 pm
  • Updated:January 5, 2020 2:06 pm  

দেবব্রত দাস, খাতড়া: শীতের মরশুমেও জঙ্গলমহলে হাতির আতঙ্ক পিছু ছাড়ছে না। বাঁকুড়া, পুরুলিয়ার একাংশে দাপট দেখাচ্ছে দাঁতালের দল। তার মধ্যে আতঙ্ক আরও বাড়িয়ে তুলল বাঁকুড়ার বারিকুল থানা এলাকার জমিতে অজানা বন্যপ্রাণীর পায়ের ছাপ। রাতের অন্ধকারে কোনও অজানা প্রাণী বারিকুলের গ্রামে ঢুকছে বলে স্থানীয় বাসিন্দাদের দাবি। পায়ের ছাপই তার প্রমাণ।

শনিবার সকালে বারিকুল ও খেজুরখেন্ন্যা গ্রামের জমিতে বড়সড় বন্যপ্রাণীর পায়ের ছাপ দেখে আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী। তাঁদের দাবি, বাঘের মতো কোনও প্রাণী এলাকায় ঢুকেছে। বড়সড় পায়ের ছাপ দেখে সেটাই বোঝা যাচ্ছে। কিন্তু প্রাণীটি ঠিক কী, তা নিশ্চিত করে বলতে পারছেন না কেউই। এমনকী এ নিয়ে ধোঁয়াশায় বনদপ্তরের কর্তারাও। এদিন সকালে খবর পেয়ে বনদপ্তরের বাগডুবি বিটের আধিকারিক অসিত খাওয়াশ ওই এলাকায় গিয়ে পায়ের ছাপগুলি পরীক্ষা করে দেখেন, ছবিও তুলে নিয়ে যান।

Advertisement

[আরও পড়ুন: আমবাগানে উদ্ধার যুবতীর অর্ধনগ্ন দেহ, ধর্ষণের পর খুন বলে অনুমান পুলিশের]

বারিকুলের দায়িত্বপ্রাপ্ত মটগোদা রেঞ্জের আধিকারিক শুভাশিস চৌধুরি বলেন, “বারিকুল ও খেজুরখেন্ন্যা গ্রাম লাগোয়া সর্ষে জমিতে কোন বড়সড় বন্যপ্রাণীর পায়ের ছাপ মাটিতে পাওয়া গিয়েছে। সকালে ওই এলাকার চাষিরা মাঠে কাজ করতে গিয়ে প্রথমে তা দেখতে পান। খবর পেয়ে এদিন বারিকুলের ওই এলাকায় বাগডুবি বিটের আধিকারিক-সহ বনকর্মীদের সেখানে পাঠানো হয়েছিল। ওই জমির মাটিতে থাকা প্রাণীর পায়ের ছাপ সরজমিনে দেখা হয়েছে। ওই পায়ের ছাপের ফটো তোলা হয়েছে। প্রাথমিকভাবে দেখে অনুমান করা হচ্ছে, ওই পায়ের ছাপটি কুকুরের নয়, কোনও বন্যপ্রাণীর হবে। তবে পায়ের ছাপ দেখে এটা নিশ্চিত যে, সেটি বাঘের নয়। বড় ভোঁদড় বা নেকড়ে জাতীয় কোনও প্রাণীর হতে পারে। পায়ের ছাপ পরীক্ষা করে দেখা হচ্ছে। ওই এলাকার মানুষকে সতর্ক থাকার জন্য বলা হয়েছে। তবে আতঙ্কের কিছু নেই”।

[আরও পড়ুন: দুর্ঘটনায় ছাত্রীর মৃত্যু ঘিরে ধুন্ধুমার, পরপর ৩টি সরকারি বাসে আগুন স্থানীয়দের]

বনকর্তা যতই ভয় না পাওয়ার কথা বলুন, আতঙ্ক তো জারি রয়েছেই। গ্রামবাসী তারাপদ মাহাতো, বিপ্লব মুর্মু, সুধীর মুর্মু বলেন, “এদিন সকালে মাঠে গিয়ে দেখা যায়, মাটির উপরে কোনও প্রাণীর বড় বড় পায়ের ছাপ। এটা দেখেই আমাদের সন্দেহ হয়েছে। ওই পায়ের ছাপ বাঘের কি না, তা নিয়ে আমাদের সন্দেহ জাগছে। বাড়িতে গরু, ছাগল, হাঁস, মুরগি রয়েছে। আমরা তাই আতঙ্কের মধ্যে রয়েছি”। বাগডুবি বিটের আধিকারিক অসিত খাওয়াশ বলেন, “বারিকুল থানার পূর্বদিকের জমি থেকে রাস্তার উপর দিয়ে ওই প্রাণীটি চলে গিয়েছে বলে ছাপ দেখে অনুমান করা হচ্ছে। তবে গ্রামের মানুষ জানিয়েছেন যে কারও বাড়ি থেকেই হাঁস, মুরগি, ছাগল নিয়ে যায়নি। পায়ের ছাপ দেখে এটা নিশ্চিত যে ওই প্রাণীটি কোনভাবেই বাঘ নয়, তবে ভোঁদড় বা নেকড়ে জাতীয় কিছু হতে পারে। আমরা সতর্ক রয়েছি।”

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement