ছবি: প্রতীকী
রাজা দাস, বালুরঘাট: প্রথমবার ব্যর্থ হলেও, দ্বিতীয়বার সেতু থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মঘাতী প্রৌঢ়া। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর শহরের পূনর্ভবা নদীতে ঝাঁপ দেন তিনি। মৃত ইতি শীল, মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে দাবি।
পরিবার সূত্রে খবর, গঙ্গারামপুর শহরের ১৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ইতি সরকার তাঁর ভাইদের কাছে থাকতেন। চল্লিশ বছর ধরে তিনি মানসিক ভারসাম্যহীন। বাড়িতেই তাঁর চিকিৎসা চলছিল। শনিবার সাতসকালে ওই মহিলা বাড়ি থেকে বেরিয়ে যান। সোজা পূনর্ভবা নদীতে সেতুর উপর উঠে পড়েন। স্থানীয়রা দেখতে পেয়ে তাঁকে ধরে ফেলেন। এরপর টোটো করে বাড়ি পাঠানো হয়।
কিন্ত কিছু পরেই ফের সকলের অলক্ষ্যে তিনি পূনর্ভবা সেতুতে যান। এবং ঝাঁপিয়ে পড়েন নদীতে। স্থানীয়রা দেখতে পেয়েই পুলিশ ও পরিবারের লোকজনদের খবর দেওয়া হয়। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। মৃতের ভাই তাপস শীল জানান, বালুরঘাটের মানসিক বিভাগে ৭ বছর ভর্তি ছিলেন তাঁর দিদি। সেখান থেকে পালিয়ে বাড়িতে চলে আসেন। এরপর থেকে বাড়িতেই রেখে তাঁর ওষুধপত্র চলছিল। বাড়িতেই তাঁদের দোকান রয়েছে। সেই দোকান নিয়েই তাঁরা ব্যস্ত ছিলেন। সেই সুযোগে তাঁর দিদি নদীতে ঝাঁপ দেন। এদিকে, মুর্শিদাবাদের ধূলিয়ান কাঞ্চনতলা গঙ্গার ঘাটে জল ভরতে নেমে তলিয়ে গেল এক কিশোর। চলছে তার খোঁজ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.