নিজস্ব সংবাদদাতা, বনগাঁ: মদ্যপ অবস্থায় প্রতিনিয়ত অত্যাচার, গালিগালাজ৷ দুঃসম্পর্কীয় ভাগ্নের এমন আচরণের প্রতিবাদ করে প্রহৃত হলেন বৃদ্ধা৷ তাঁর মাথায় লোহার রড দিয়ে মারল ভাগ্নে৷ ঘটনা বনগাঁর গান্ধীপল্লির৷ শুক্রবার সকালের এই ঘটনায় গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় বছর বাষট্টির ওই বৃদ্ধকে৷ মাথায় অস্ত্রোপচারের পর আপাতত স্থিতিশীল তিনি৷
গত ২ বছর ধরে দুঃসম্পর্কের ভাগ্নে গোপীর অত্যাচারে অতিষ্ঠ পেশায় ভ্যানচালক বছর বাষট্টির শ্যাম পাল৷ তাঁর ছেলে সুভাষের অভিযোগ, দীর্ঘ একটা সময় ধরে গোপী নামের ওই যুবক মদ্যপ অবস্থায় এসে মামাকে গালিগালাজ করে৷ এমনকী স্ত্রী, মেয়েকেও মারধর করে৷ আর এসবের প্রতিবাদ করলে গালিগালাজের মাত্রা আরও বেড়ে যায়৷ কী কাজ করে গোপী, তা এলাকার কেউই জানেন না৷ কখনও সে দমদমের নাগেরবাজারে থাকে৷ আবার কয়েকদিন পর বনগাঁর গান্ধীপল্লির বাড়িতে গিয়ে থাকে৷ কিন্তু স্বাভাবিক অবস্থায় কখনওই প্রায় থাকে না৷ এনিয়ে পরিবারে দীর্ঘদিনের অশান্তি৷ পাড়ার বাসিন্দারাও গোপীর আচরণ নিয়ে বনগাঁ থানায় অভিযোগ দায়ের করেছিলেন৷ আবেদন জানিয়েছিলেন, গোপীর অসংলগ্ন আচরণে আতঙ্কিত তাঁরা৷ তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে৷ পুলিশও প্রতিবেশীদের আশ্বস্ত করে বলেছিলেন, এরপর থেকে গোপী ফের মদ্যপ অবস্থায় অত্যাচার করলে, থানায় ফোন করে জানাতে৷
শুক্রবার রাতেও মদ্যপ অবস্থায় নিজের বাড়িতে ফিরেছিল বছর তিরিশের গোপী৷ প্রথমে বাড়ির পাশের গলিতে সাইকেল রাখা নিয়ে সমস্যা হয়৷ মামা শ্যাম তাকে বলেন, সাইকেলটি সরিয়ে রাখতে৷ তা শুনেই তেলেবেগুনে জ্বলে ওঠে গোপী৷ শুরু হয় কথা কাটাকাটি, তর্কবিতর্ক৷ তবু তখনকার মতো ঝামেলা মিটে গেলেও, সেই রাগ পুষে রেখেছিল গোপী৷ শুক্রবার সকাল হতেই লোহার রড দিয়ে মামাকে আঘাত করে৷ শ্যামবাবুর ছেলে সুভাষের কথায়, ‘বাবা সকালে চা খেতে যাচ্ছিলেন৷ তখনই গোপী লোহার রড দিয়ে বাবার মাথায় সজোরে আঘাত করে৷ বনগাঁ হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ স্টিচ পড়েছে মাথায়৷ সিটি স্ক্যান হয়েছে৷ এখন কেমন আছেন, তা চিকিৎসকরাও নিশ্চিত হয়ে বলতে পারছেন না৷’ শ্যামবাবু জানিয়েছেন, সকালে তো মদ্যপ অবস্থায় ছিল না গোপী৷ তাও আচমকা এভাবে কেন আঘাত করল, তা ভেবে বিস্মিত তিনিও৷ এদিকে, ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত গোপী৷ তাঁকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে সরব এলাকাবাসী৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.