Advertisement
Advertisement
মারধর

লোহার রড দিয়ে মামার মাথা ফাটিয়ে চম্পট মদ্যপ ভাগ্নের

লাগাতার অত্যাচারের প্রতিবাদ করেই আক্রান্ত বৃদ্ধ।

An old man has been beaten by his nephew in Bongaon
Published by: Sucheta Sengupta
  • Posted:May 10, 2019 2:57 pm
  • Updated:May 10, 2019 2:57 pm

নিজস্ব সংবাদদাতা, বনগাঁ: মদ্যপ অবস্থায় প্রতিনিয়ত অত্যাচার, গালিগালাজ৷ দুঃসম্পর্কীয় ভাগ্নের এমন আচরণের প্রতিবাদ করে প্রহৃত হলেন বৃদ্ধা৷ তাঁর মাথায় লোহার রড দিয়ে মারল ভাগ্নে৷ ঘটনা বনগাঁর গান্ধীপল্লির৷ শুক্রবার সকালের এই ঘটনায় গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় বছর বাষট্টির ওই বৃদ্ধকে৷ মাথায় অস্ত্রোপচারের পর আপাতত স্থিতিশীল তিনি৷

[আরও পড়ুন: পিঠ চাপড়েছেন প্রধানমন্ত্রী, পুরুলিয়ার ভোট ময়দানে ‘সেলেব্রিটি’ প্রার্থী জ্যোতির্ময়]

গত ২ বছর ধরে দুঃসম্পর্কের ভাগ্নে গোপীর অত্যাচারে অতিষ্ঠ পেশায় ভ্যানচালক বছর বাষট্টির শ্যাম পাল৷ তাঁর ছেলে সুভাষের অভিযোগ, দীর্ঘ একটা সময় ধরে গোপী নামের ওই যুবক মদ্যপ অবস্থায় এসে মামাকে গালিগালাজ করে৷ এমনকী স্ত্রী, মেয়েকেও মারধর করে৷ আর এসবের প্রতিবাদ করলে গালিগালাজের মাত্রা আরও বেড়ে যায়৷ কী কাজ করে গোপী, তা এলাকার কেউই জানেন না৷ কখনও সে দমদমের নাগেরবাজারে থাকে৷ আবার কয়েকদিন পর বনগাঁর গান্ধীপল্লির বাড়িতে গিয়ে থাকে৷ কিন্তু স্বাভাবিক অবস্থায় কখনওই প্রায় থাকে না৷ এনিয়ে পরিবারে দীর্ঘদিনের অশান্তি৷ পাড়ার বাসিন্দারাও গোপীর আচরণ নিয়ে বনগাঁ থানায় অভিযোগ দায়ের করেছিলেন৷ আবেদন জানিয়েছিলেন, গোপীর অসংলগ্ন আচরণে আতঙ্কিত তাঁরা৷ তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে৷ পুলিশও প্রতিবেশীদের আশ্বস্ত করে বলেছিলেন, এরপর থেকে গোপী ফের মদ্যপ অবস্থায় অত্যাচার করলে, থানায় ফোন করে জানাতে৷

Advertisement

[আরও পড়ুন: ‘জয় শ্রীরাম’ না বলায় তৃণমূল কর্মীকে বেধড়ক মার, কাঠগড়ায় বিজেপি]

শুক্রবার রাতেও মদ্যপ অবস্থায় নিজের বাড়িতে ফিরেছিল বছর তিরিশের গোপী৷ প্রথমে বাড়ির পাশের গলিতে সাইকেল রাখা নিয়ে সমস্যা হয়৷ মামা শ্যাম তাকে বলেন, সাইকেলটি সরিয়ে রাখতে৷ তা শুনেই তেলেবেগুনে জ্বলে ওঠে গোপী৷ শুরু হয় কথা কাটাকাটি, তর্কবিতর্ক৷ তবু তখনকার মতো ঝামেলা মিটে গেলেও, সেই রাগ পুষে রেখেছিল গোপী৷ শুক্রবার সকাল হতেই লোহার রড দিয়ে মামাকে আঘাত করে৷ শ্যামবাবুর ছেলে সুভাষের কথায়, ‘বাবা সকালে চা খেতে যাচ্ছিলেন৷ তখনই গোপী লোহার রড দিয়ে বাবার মাথায় সজোরে আঘাত করে৷ বনগাঁ হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ স্টিচ পড়েছে মাথায়৷ সিটি স্ক্যান হয়েছে৷ এখন কেমন আছেন, তা চিকিৎসকরাও নিশ্চিত হয়ে বলতে পারছেন না৷’ শ্যামবাবু জানিয়েছেন, সকালে তো মদ্যপ অবস্থায় ছিল না গোপী৷ তাও আচমকা এভাবে কেন আঘাত করল, তা ভেবে বিস্মিত তিনিও৷  এদিকে, ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত গোপী৷ তাঁকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে সরব এলাকাবাসী৷

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement