Advertisement
Advertisement

Breaking News

Raiganj

জীবিত বাবার ডেথ সার্টিফিকেট বের করে জমি দখল! কাঠগড়ায় ‘কীর্তিমান’ ৬ ছেলে

৬ ছেলের 'কুকীর্তি'তে তাজ্জব খোদ বৃদ্ধ বাবা।

An old man allegedly hackled by six son in Raiganj । Sangbad Pratidin

প্রতীকী ছবি।

Published by: Sayani Sen
  • Posted:November 2, 2023 12:14 pm
  • Updated:November 2, 2023 12:37 pm  

শংকরকুমার রায়, রায়গঞ্জ: বাবা দিব্যি বেঁচেবর্তে হেঁটে চলে বেড়াচ্ছেন। অথচ সেই জন্মদাতা জীবিত বাবার মৃত্যুর শংসাপত্র দেখিয়ে পতিত জমিজায়গা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল ‘কীর্তিমান’ ছয় ছেলের বিরুদ্ধে। এমনই দৃশ্য সামনে আসতেই রীতিমতো তাজ্জব উত্তর দিনাজপুরের করণদিঘির লাহুতারা (১) পঞ্চায়েতের সাবধান গ্রামের বাসিন্দা ওই বৃদ্ধ।

বৃদ্ধ আবদুল কালাম বলেন, “প্রথম পক্ষের স্ত্রীর মৃত্যুর পর দ্বিতীয় স্ত্রীর নামে আমার প্রায় ৭৫ শতক জমি লিখে দিই। সেই জমির মধ্যে ২৪ শতক বিক্রি করতে ভূমি সংস্কার দপ্তরে যাই। সেখানে গিয়ে জানতে পারলাম আমাকে মৃত বলে ছেলেরা সার্টিফিকেট বের করে নিয়ে ওয়ারিশ করে ফেলেছে।” এই ঘটনায় ছয় ছেলের বিরুদ্ধে করণদিঘি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

[আরও পড়ুন: আগামী ৮ মাস দ্বিতীয় হুগলি সেতুতে চলবে না পণ্যবাহী ভারী গাড়ি, জেনে নিন বিকল্প রুট]

উল্লেখ্য, আবদুল কালামের প্রথম পক্ষের ছজন ছেলে এবং দ্বিতীয় পক্ষের দুই মেয়ে রয়েছে। দীর্ঘদিন ধরেই জমি দখল করতে অসুস্থ বাবাকে জমি লিখে নেওয়ার জন্য চাপ তৈরি করছিল। এমনকি মানসিক ও শারীরিক নির্যাতন করার অভিযোগও করেন জীবিত বাবা। ছেলেদের ভয়ে নিজের করণদিঘির বাড়ি ছেড়ে দ্বিতীয় পক্ষের স্ত্রীর বিহারের বাড়িতে থাকতেন।

দুদিন আগে রায়গঞ্জের কর্ণজোড়া ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে গিয়ে জানতে পারেন ছেলেদের কীর্তি। অভিযোগ, করণদিঘির লাহুতাড়া পঞ্চায়েতের প্রধান তৃণমূলের মহম্মদ বাগিরুদ্দিনের সহযোগিতায় মৃত্যুর শংসাপত্র বের করে সমস্ত জমি বিক্রির পরিকল্পনা করছিল ছেলেরা। এ বিষয়ে অতিরিক্ত জেলাশাসক রবি আগরওয়াল বলেন, “বিষয়টি জানা নেই। খোঁজ নিয়ে যা বলার পরে বলব।”

[আরও পড়ুন: বাইক, পথচারীদের পরপর ধাক্কা বেপরোয়া অ্যাম্বুল্যান্সের, মৃত ২]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub