Advertisement
Advertisement
ধস

মর্মান্তিক! আচমকা ধসে কুয়োয় পড়ে মৃত্যু হাওড়ার প্রৌঢ়ার

শোকের ছায়া এলাকায়।

An elderly woman drowned to death in a well in howrah
Published by: Tiyasha Sarkar
  • Posted:June 21, 2020 12:26 pm
  • Updated:June 21, 2020 3:34 pm  

অরিজিৎ গুপ্ত, হাওড়া: সাতসকালে দুর্ঘটনা। কাজ করার সময় আচমকা বাড়ির কুয়োয় পড়ে মৃত্যু হল প্রৌঢ়ার। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে হাওড়ার (Howrah) নিশ্চিন্দা এলাকায়। ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। অনুমান, কুয়োর পাশে ধসের ফলেই এই দুর্ঘটনা।

জানা গিয়েছে, হাওড়ার নিশ্চিন্দা থানার বেলানগর রেলগেট এলাকার বাসিন্দা বছর ৬৫-এর গৌরী পাঁজা। অন্যান্যদিনের মতোই রবিবার সকালেও বাড়ির কুয়োর পাশে বাসন মাজছিলেন তিনি। সেই সময় আচমকাই কুয়োর ভিতর পড়ে যান প্রৌঢ়া। আর্তনাদ শুনে ছুটে এসে পরিবার ও প্রতিবেশীরা তাঁকে উদ্ধারের চেষ্টা করে। তাতে লাভ না হওয়ায় খবর দেওয়া হয় নিশ্চিন্দা থানা ও দমকলে। ঘণ্টা তিনেক পর দমকলকর্মীদের তৎপরতায় কুয়ো থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় ওই প্রৌঢ়াকে।

Advertisement

[আরও পড়ুন:শহিদ বিপুলের পরিবারের হাতে ৫ লক্ষ টাকার চেক তুলে দিলেন বিধায়ক, আশ্বাস পাশে থাকার]

তড়িঘড়ি তাঁকে বেলুড় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এরপরই দেহটি ময়নাতদন্তে পাঠায় পুলিশ। প্রাথমিকভাবে দমকলকর্মীদের ধারণা, কুয়োর পাশে ধসের কারণেই এই মর্মান্তিক ঘটনা। তবে এবিষয়ে এখনও নিশ্চিত নন কেউই। তদন্ত হচ্ছে, গোটা বিষয়টি শীঘ্রই জানা যাবে, এমনটাই জানিয়েছে পুলিশ।

[আরও পড়ুন: করোনাতঙ্কে ছুঁয়েও দেখল না কেউ, তেহট্টের রাস্তায় পড়ে কাতরালেন দুর্ঘটনায় জখম ব্যক্তি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement