Advertisement
Advertisement
Murshidabad

টাকা নিয়ে বিবাদের জেরে বৃদ্ধা মাকে ‘খুন’, পলাতক অভিযুক্ত ছেলে-বউমা

গুরুতর জখম মৃতার স্বামী।

An elderly woman allegedly killed by son and daughter in law | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:January 7, 2021 12:00 pm
  • Updated:January 7, 2021 12:01 pm  

শাহাজাদ হোসেন, ফরাক্কা: টাকা নিয়ে বিবাদের জেরে ছেলে ও বউমার হাতে প্রাণ গেল বৃদ্ধার। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভরতি তাঁর স্বামী। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের (Murshidabad) রঘুনাথগঞ্জে। ইতিমধ্যেই ঘটনাত তদন্ত শুরু করেছে পুলিশ। খোঁজ চলছে অভিযুক্তদের।

জানা গিয়েছে, মৃতার নাম পাতানি বিবি। বয়স ৭০। পাতানি বিবি ও তাঁর স্বামী নুরুল শেখের তিন ছেলে। দিন দুয়েক আগে ওই বৃদ্ধ দম্পতির এক পুত্রবধূ শুকতারা অভিযোগ করে, তাঁর শ্বশুর-শাশুড়ি ও দেওররা তাঁদের টাকা লুট করে। ঘটনার জল গড়ায় থানা পর্যন্ত। পুলিশ যায় ঘটনাস্থলে। সাময়িকভাবে মিটে যায় অশান্তি। অভিযোগ, এরপর বুধবার দুপুরে বৃদ্ধ শ্বশুরের উপর চড়াও হয় শুকতারা। রাতে দুই ছেলে নবাব ও রাহুল শেখ বাড়ি ফিরতেই নুরুল তাঁদের সব কথা বলেন। তাঁরা প্রতিবাদ করতেই নুরুলের বড়ছেলে সুরজ ও বউমা শুকতারা শ্বশুর-শাশুড়ি, দেওর-জাকে মারধর করে বলে অভিযোগ।

Advertisement

[আরও পড়ুন:‘রক্তচক্ষু দেখিয়ে আটকানো যাবে না’, মধ্যরাতে নন্দীগ্রামে শহিদদের শ্রদ্ধা জানিয়ে হুঙ্কার শুভেন্দুর]

ধারালো অস্ত্র দিয়ে পাতানি বিবিকে কোপায় সুরজ ও তার স্ত্রী শুকতারা। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা ওই বৃদ্ধাকে মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, ইতিমধ্যেই দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। সেই সঙ্গে অভিযুক্তদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

[আরও পড়ুন: সেফটিপিন দিয়ে হাতে নাম খোদাই! ফের রাজ্যের সরকারি হোমে নির্যাতনের শিকার নাবালিকা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement