Advertisement
Advertisement

Breaking News

Khardah

বৃদ্ধ আবাসিকের রহস্যমৃত্যু, ২ দিন নিখোঁজ থাকার পর লিফটের নিচ থেকে উদ্ধার দেহ

দেহ উদ্ধারের ঘটনায় রহস্যের জট।

An elderly man found dead in Khardah

ছবি: প্রতীকী

Published by: Sayani Sen
  • Posted:May 1, 2024 9:09 pm
  • Updated:May 1, 2024 9:09 pm  

অর্ণব দাস, বারাকপুর: খুন, নিছক দুর্ঘটনা নাকি অন্য কিছু? দুদিন নিখোঁজ থাকার পর আবাসনের লিফটের নিচের ক্যাভিটি থেকে বৃদ্ধ আবাসিকের দেহ উদ্ধারের ঘটনায় রহস্যের জট। খড়দহ থানার পানিহাটি সুখচর এলাকায় ব্যাপক চাঞ্চল্য। 

স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম পরিতোষ দে (৭৫)। আবাসনের ফ্ল্যাটে তিনি একাই থাকতেন। গত দুদিন ধরে তাঁর দেখা পাননি প্রতিবেশীরা। বুধবার সকালে লিফটের আশপাশ থেকে দুর্গন্ধ পেয়ে সন্দেহ হয় সকলের। তখন লিফট উপরে তোলা হয়। দেখা যায় নিচের ক্যাভিটিতে পড়ে রয়েছে বৃদ্ধের দেহ। খড়দহ থানায় বিষয়টি জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।

Advertisement

[আরও পড়ুন: ‘যাঁরা সিদ্ধান্ত নিয়েছেন ঈশ্বর তাঁদের ভালো রাখুন’, ‘অপসারণ’ প্রসঙ্গে মন্তব্য কুণালের]

প্রাথমিকভাবে তদন্তকারীদের অনুমান, কোনভাবে লিফটের নিচের অংশে পড়ে মৃত্যু হয়ে থাকতে পারে বৃদ্ধের। তবে নিছক দুর্ঘটনা নাকি নেপথ্যে রয়েছে অন্য কোনও কারণ, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে, সবদিক খতিয়ে দেখে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

[আরও পড়ুন: ‘হঠাৎ করে ভোটের হার বেড়ে গেল, ১৯ লক্ষ ইভিএম মিসিং’, বিস্ফোরক মমতা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement