Advertisement
Advertisement

Breaking News

Amit Shah will attend Suri to hold a meeting ahead of Poila Boisakh

অনুব্রত গড়ে নজর বিজেপির, সিউড়িতে সভা করতে নববর্ষের আগেই বাংলায় অমিত শাহ

বীরভূমে বিজেপি দাঁত ফোটাতে পারবে না বলেই আত্মবিশ্বাসী ঘাসফুল শিবির।

Amit Shah will attend Suri to hold a meeting ahead of Poila Boisakh । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:April 10, 2023 10:23 am
  • Updated:April 10, 2023 10:25 am  

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: গরু পাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডলের ঠিকানা এখন তিহাড় জেল। আপাতত ফাঁকা কেষ্ট গড়। পঞ্চায়েত নির্বাচনের আগে অনুব্রত গড়েই বিশেষ নজর শাসক-বিরোধী উভয়েরই। অনুব্রতর অনুপস্থিতিতে বীরভূমের সংগঠনের ভার নিজের কাঁধে তুলে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আবার সেখানে আঘাত হানতে উঠে পড়ে লেগেছে বিজেপি। আর সে লক্ষ্যেই বীরভূমের সিউড়িতে জনসভা করতে চলেছেন অমিত শাহ।

বিজেপি সূত্রে খবর, চলতি সপ্তাহে ঝটিকা সফরে রাজ্যে আসছেন অমিত শাহ। নববর্ষের আগের দিন অর্থাৎ আগামী ১৪ এপ্রিল, শুক্রবার সিউড়িতে জনসভা করবেন। পয়লা বৈশাখে দলীয় কর্মীদের সঙ্গে সারবেন বৈঠক। সাংগঠনিক কাজকর্ম সেরে ওইদিন সম্ভবত দিল্লি ফিরে যাবেন শাহ।

Advertisement

[আরও পড়ুন: নববর্ষে কলকাতা পাবে আরও এক অডিটোরিয়াম! উদ্বোধনে মুখ্যমন্ত্রী, জানুন খুঁটিনাটি]

অনুব্রত গড়কে কেন এত গুরুত্ব দিচ্ছে বিজেপি? রাজনৈতিক মহলের মতে, গত বিধানসভা এবং লোকসভা নির্বাচনের ফলাফলের দিকে নজর রাখলেই কারণ সম্পর্কে তথ্য পাওয়া সম্ভব। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বোলপুর এবং বীরভূমে হেরে গিয়েছিল বিজেপি। আবার ১১টি বিধানসভা আসনেও বিশেষ কিছু করে উঠতে পারেনি পদ্মশিবির। বিধানসভা ভোটের ফলাফলের নিরিখে মাত্র ২টি আসনে পদ্ম ফুটেছিল।

বিজেপির দাবি, এবার পরিস্থিতি অনেকটা অন্যরকম। অনুব্রত মণ্ডল জেলবন্দি থাকার ফলে জেলার নেতা-কর্মীদের মনোবল ভেঙে গিয়েছে। আর সেই সুযোগেই বীরভূমে শক্ত ঘাঁটি তৈরি করতে চাইছে বিজেপি। সে কারণেই কেন্দ্রীয় নেতৃত্ব এবং বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বের বীরভূমে আসা যাওয়া লেগেই রয়েছে। যদিও তৃণমূল এসবে গুরুত্ব দিতে নারাজ। বীরভূমে বিজেপি দাঁত ফোটাতে পারবে না বলেই আত্মবিশ্বাসী ঘাসফুল শিবির।

[আরও পড়ুন: ‘ঝুমে জো রিঙ্কু…’, ‘পাঠান’-এর মেজাজেই নাইটদের নতুন নায়ককে শুভেচ্ছা শাহরুখের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement