Advertisement
Advertisement
Amit Shah

নাড্ডার কনভয়ে হামলার পরই রাজ্যে আসছেন অমিত শাহ, জেনে নিন স্বরাষ্ট্রমন্ত্রীর সফরসূচি

বিধানসভা নির্বাচনে বাংলা দখলই পাখির চোখ বিজেপির।

Amit Shah to visit West Bengal in this week ।Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:December 14, 2020 4:57 pm
  • Updated:December 14, 2020 4:57 pm

রূপায়ণ গঙ্গোপাধ্যায় ও সম্যক খান: বিধানসভা নির্বাচনে বাংলা দখলই পাখির চোখ বিজেপির। তাই তার আগে নেতামন্ত্রীদের আসাযাওয়া লেগেই রয়েছে। এ রাজ্যে এসে হামলার মুখে পড়ে জেপি নাড্ডার (J.P.Nadda) কনভয়। তা নিয়েই সরবগরম রাজ্য রাজনীতি। তারই মাঝে এবার দু’দিনের রাজ্য সফরে আসছেন অমিত শাহ ।

মতুয়া ভোট ব্যাংকের কথা মাথায় রেখে আসন্ন রাজ্য সফরের প্রথমদিন বনগাঁ যাওয়ার কথা শোনা যাচ্ছিল। তবে সে জল্পনা উড়িয়ে দিয়েছেন সাংসদ জ্যোতির্ময় মাহাত। তাঁর কথা অনুযায়ী সফরসূচিতে সামান্য বদল হয়েছে। ১৯ ডিসেম্বর বনগাঁর পরিবর্তে মেদিনীপুরে যাওয়ার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। আগামী ১৯ তারিখ অমিত শাহ (Amit Shah) মেদিনীপুর সফরে কেবলমাত্র চাষিদের পাশাপাশি করবেন সাংগঠনিক বৈঠকও। তিন প্রশাসনিক তথা পাঁচ সাংগঠনিক জেলা মেদিনীপুর, ঘাটাল, ঝাড়গ্রাম, তমলুক ও কাঁথির সাংগঠনিক দিক থেকে গুরুত্বপূর্ণ নেতাদের নিয়ে বৈঠক করবেন অমিত শাহ।

Advertisement

দু’টি পর্যায়ে বৈঠকটি হবে মেদিনীপুর (Medinipur) শহরের স্পোর্টস কমপ্লেক্সে। প্রথম পর্যায়ে হবে সাংগঠনিক বৈঠক ও অপর পর্যায়ে হবে কৃষক প্রতিনিধিদের নিয়ে বৈঠক। দেশের রাজধানী দিল্লীতে যখন কৃষক আন্দোলন চুড়ান্ত পর্যায়ে চলছে। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রী এমনকি খোদ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকেও কোনও সমাধানসূত্র মেলেনি। তখন মেদিনীপুর সফরে কৃষক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক রীতিমতো তাৎপর্যপূর্ণ। জেলা বিজেপি সভাপতি সমিত দাস বলেছেন, “চাষিদের সঙ্গে ওই বৈঠকে বৃহৎ চাষি, ক্ষুদ্র তথা প্রান্তিক চাষি, ভাগচাষি, আলুচাষি থেকে সব ধরনের কৃষক সমাজেরই প্রতিনিধিরা থাকবেন।”

[আরও পড়ুন: খুনিদের কঠোর শাস্তির দাবি, হালিশহরে নিহত বিজেপি নেতার পাড়ায় হাঁড়ি চড়ল না কারও বাড়িতে]

শুধু তাই নয়, ওইদিন স্বরাষ্ট্রমন্ত্রী যাবেন ক্ষুদিরামের স্মৃতি বিজড়িত হবিবপুরে তাঁর মাসির বাড়িতে। আবার যাবেন কর্ণগড় মন্দিরেও। এই কর্ণগড় থেকেই রানি শিরোমণির নেতৃত্বে চুয়াড় বিদ্রোহের সূচনা হয়েছিল। তাঁর সফরে ঐতিহাসিক এই দুই কেন্দ্রও স্থান পেতে চলেছে। অমিত শাহর সফরসূচি নিয়ে চূড়ান্ত ব্যস্ততা শুরু হয়ে গিয়েছে। হাজির হয়ে গিয়েছেন কেন্দ্রীয় বিজেপি নেতা শিবপ্রকাশজি, পর্যবেক্ষক তথা পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোরা। খড়্গপুরের রূপনারায়নপুরে একটি হোটেলে এদিন গুরুত্বপূর্ণ বৈঠকও করেন তাঁরা। এছাড়াও ছিলেন রাজ্য নেতা অমিতাভ চক্রবর্তী, তুষার ঘোষ, অনুপম মল্লিক, মনোজ পাণ্ডে প্রমুখ। 

বৈঠকের পর তাঁরা স্পোর্টস কমপ্লেক্স, হেলিপ্যাড থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রীর সম্ভাব্য যাওয়ার জায়গাগুলিও ঘুরে দেখেন। সমিতবাবু বলেন, “সব কিছু এখনও আলোচনার পর্যায়ে আছে। খুব শীঘ্রই দলের পক্ষ থেকে অমিতজির সফরসূচি ঘোষণা করা হবে।” তার পরেরদিন অর্থাৎ ২০ ডিসেম্বর শান্তিনিকেতনে (Shantiniketan) যাওয়ার কথা অমিত শাহের। দলীয় নেতৃত্বদের অক্সিজেন জোগাতে আয়োজন করা হতে পারে পথসভার।

[আরও পড়ুন: রাজ্যে আইনশৃঙ্খলার অবনতি! বিধানসভা নির্বাচনের আগেই বাড়ল কৈলাস বিজয়বর্গীয়র নিরাপত্তা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement