Advertisement
Advertisement

Breaking News

অমিত শাহ

‘২৬ মে মমতা সরকারের মৃত্যু ঘণ্টা বাজবে’, রাজ্যকে বেনজির আক্রমণ অমিতের

বিজেপি সভাপতির গলাতে আবারও বাংলায় এনআরসি করার ঘোষণা৷

Amit Shah slams Mamata Banerjee and West Bengal Govt.
Published by: Tanujit Das
  • Posted:April 11, 2019 4:19 pm
  • Updated:May 11, 2019 3:02 pm  

রাহুল চক্রবর্তী, রায়গঞ্জ: ‘বিজেপি ক্ষমতায় এলে বাংলা থেকে তৃণমূলকে উপড়ে ফেলা হবে৷ ২৬ তারিখ মমতা সরকারের মৃত্যু ঘণ্টা বেজে যাবে’৷ রায়গঞ্জের সভামঞ্চ থেকে রাজ্যের তৃণমূল সরকারকে ঠিক এই ভাষাতেই আক্রমণ শানালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ আরও একবার ঘোষণা করলেন ক্ষমতায় এলে বাংলাতেও এনআরসি করবে বিজেপি৷ অনুপ্রবেশকারীদের দেশ ছাড়া করা হবে৷ এবং সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিলের মাধ্যমে হিন্দু শরনার্থীদের এদেশে আশ্রয় দেওয়া হবে৷

[ আরও পড়ুন: ভোটারদের সুস্থ রাখতে তৃণমূলের প্রার্থীর ‘প্রেসক্রিপশন’ সোয়াবিনের বড়ি  ]

Advertisement

বৃহস্পতিবার রায়গঞ্জের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরির সমর্থনে জনসভা করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ এবং সেখান থেকেই একের এক অভিযোগ তুলে রাজ্য সরকারকে আক্রমণ করেন তিনি৷ দাড়িভিট কাণ্ডের প্রসঙ্গ টেনে অভিযোগ করেন, ‘‘বাংলায় বলপূর্বক উর্দু ভাষা চাপানোর চেষ্টা চলছে৷ রায়গঞ্জের স্কুলে বাংলা শিক্ষকের দাবিতে আন্দোলন হয়েছে৷ সেই আন্দোলনে মমতার পুলিশের গুলিতে দুই ছাত্রের মৃত্যু হয়েছে৷ ইসলামপুরে প্রতিবাদ করায় ২ জন ছাত্রকে হত্যা করা হয়েছে৷’’ তিনি আরও অভিযোগ করেন, রাজ্যে গুন্ডারাজ ও মাফিয়ারাজ চালাচ্ছে তৃণমূল৷ অনুপ্রবেশকারীদের এরাজ্যে ঠাঁই দিচ্ছে মমতা সরকার৷ তৃণমূলের নাম উল্লেখ করে বিজেপির সর্বভারতীয় সভাপতির কটাক্ষ, ‘‘টিএমসি মানে তোষামোদ, মাফিয়ারাজ ও চিটফান্ডের সরকার৷ এখানে, মা থেকে মমতা চলে গিয়েছে৷ মাটি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিক্রি করেছে তৃণমূল৷ আর মানুষ তৃণমূলের গুন্ডাবাহিনীকে ভয় পাচ্ছে৷’’ ক্ষমতায় এলে এই সমস্ত কিছুর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও আশ্বাস দেন অমিত শাহ৷

[ আরও পড়ুন: পাহাড়ের আবেগ না বুঝে ভোট পাওয়াই লক্ষ্য, অমিত শাহকে খোঁচা মমতার ]

পাশাপাশি এদিনও রায়গঞ্জ ও দার্জিলিংয়ের জনসভা থেকে এনআরসি ও সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে আবারও মুখ খোলেন তিনি৷ স্পষ্ট ভাষায় আবারও জানান ক্ষমতায় এলে বাংলাতেও এনআরসি করবে বিজেপি সরকার৷ অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো হবে৷ এবং নাগরিকত্ব সংশোধনী বিল পাশ করিয়ে প্রতিবেশী দেশ থেকে আগত শরণার্থী হিন্দুদের নাগরিকত্ব দেওয়া হবে৷ দার্জিলিংয়ের সভা থেকে গোর্খাদের এবং রায়গঞ্জের সভা থেকে মতুয়াদের নাম উল্লেখ করে নাগরিকত্ব বিল পাশের আশ্বাস দেন তিনি৷ অভিযোগ করেন, এরাজ্যে উন্নয়নে গত সাড়ে চার বছরে ৪ লক্ষ ২৪ হাজার কোটি দিয়েছে কেন্দ্র৷ কিন্তু সমস্ত টাকা তৃণমূল সরকার লুট করেছে৷ বলেন, ‘‘বাংলায় সমস্ত কারখানা বন্ধ হয়ে গিয়েছে, একটাই কারখানা চালু রয়েছে৷ সেটা বোমা তৈরির কারখানা৷’’ মহাজোটের অন্যান্য সঙ্গীরাও মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করেন না বলে তৃণমূল নেত্রীকে কটাক্ষ করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement