Advertisement
Advertisement

রাজ্য সফর বাতিল, কোচবিহারে বিজেপির সভায় আসছেন না অমিত শাহ

দুপুরে দিল্লিতে সাংবাদিক বৈঠক বিজেপির সর্বভারতীয় সভাপতির৷

Amit Shah cancels Bengal tour
Published by: Tanumoy Ghosal
  • Posted:December 7, 2018 11:37 am
  • Updated:December 7, 2018 11:47 am  

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: জল্পনা ছিলই৷ রথযাত্রা নিয়ে আইনি জটিলতার মাঝে শেষপর্যন্ত রাজ্য সফর বাতিল করে দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ শুক্রবার কোচবিহারে আসছেন না তিনি৷ সফর বাতিল ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবেরও৷ দুপুরে দিল্লিতে সাংবাদিক বৈঠক করবেন অমিত শাহ৷ তাঁর সফর বাতিলের কথা অবশ্য এখনও ঘোষণা করেনি রাজ্য বিজেপি নেতৃত্ব৷ তবে দলের সাধারণ সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সর্বভারতীয় সভাপতি অমিত শাহ যদি নাও আসেন, তাহলেও কোচবিহারে বিজেপি-র সভা হবে৷ এদিকে কলকাতা হাই কোর্টে রথযাত্রা মামলাটি গ্রহণ করেছে বিচারপতি বিশ্বনাথ সমাদ্দারের ডিভিশন বেঞ্চ৷ দুপুর সাড়ে বারোটায় থেকে শুনানি শুরু হবে৷

[ পুরীর আদলে এবার নবরূপে জগন্নাথ মন্দির দিঘায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর]

Advertisement

এ রাজ্যে বিজেপির রথযাত্রা কর্মসূচি ঘোষণা হয়েছিল অনেক আগে৷ শুক্রবার কোচবিহারে জনসভা করে রথযাত্রার সূচনা করার কথা ছিল বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহর৷ ঠিক ছিল, বীরভূমের তারাপীঠ ও গঙ্গাসাগর থেকে আরও দুটি রথ বের করবেন বিজেপি কর্মী-সমর্থকরা৷ কিন্তু, এ রাজ্যে রথযাত্রা করার অনুমতি দেয়নি প্রশাসন৷ শেষ মুহূর্তে হাই কোর্টে গিয়ে অনুমতি আদায় করার মরিয়া চেষ্টা করেছিলেন রাজ্য বিজেপি নেতারা৷ কিন্তু, তাতেও লাভ হয়নি, উলটে নিরাপত্তার কারণে রথযাত্রা কর্মসূচির উপর স্থগিতাদেশ জারি করেছে বিচারপতি তপোব্রত চক্রবর্তীর সিঙ্গল বেঞ্চ৷ শুক্রবার বিচারপতি বিশ্বনাথ সমাদ্দারের ডিভিশন বেঞ্চে ফের মামলা করে বিজেপি৷ মামলাটি গ্রহণ করেছে আদালত৷ দুপুর সাড়ে বারোটায় রথযাত্রা মামলার শুনানি হবে কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চে৷

এদিকে হাই কোর্টের ডিভিশন বেঞ্চের ধাক্কায় খেলেও পূর্ব নির্ধারিত কর্মসূচিতেই অনড় ছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ তিনি জানিয়েছিলেন, ডিভিশন বেঞ্চের রায়ের জন্য অপেক্ষা করবেন তাঁরা৷ তবে আদালত যদি রথযাত্রার অনুমতি নাও দেয়, সেক্ষেত্রেও কোচবিহারে সভা হবে এবং জনসভায় হাজির থাকবেন বিজেপি সর্বভারতীয় সভাপতি  অমিত শাহ৷ কিন্তু, শেষ মুহূর্তে রাজ্য সফর বাতিল করে দিলেন অমিত শাহ৷ দুপুরে দিল্লিতে সাংবাদিক বৈঠক করবেন তিনি৷ শোনা যাচ্ছে, রথযাত্রা নিয়ে আইনি জটিলতায় দলের রাজ্য নেতৃত্বের উপর রীতিমতো বিরক্ত বিজেপির সর্বভারতীয় সভাপতি৷ মূলত রথযাত্রার উদ্বোধন করার জন্য এ রাজ্যে আসার কথা ছিল অমিত শাহের৷ কিন্তু, আইনি জটিলতায় সেই রথযাত্রাই তো অনিশ্চিত৷ তাই রাজ্য সফরও বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন তিনি৷ তবে দলের সর্বভারতীয় সভাপতি না এলেও কোচবিহারে সভা হবে বলে জানিয়েছেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায়৷ বস্তুত, অমিত শাহ যে আসছেন না, তা এখনও সরকারিভাবে ঘোষণাও করেনি বঙ্গ বিজেপি৷  

[রাজ্যে ঢুকছে উত্তুরে হাওয়া, কিছুদিনের মধ্যেই কনকনে শীত দক্ষিণবঙ্গে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement