Advertisement
Advertisement
Amit Shah

বাতিল অমিত শাহের বঙ্গ সফর, বিহার নিয়ে ব্যস্ত বিজেপির ‘চাণক্য’?

আচমকা বাতিল অমিত শাহের বঙ্গ সফর। রবিবার রাতে কলকাতায় আসার কথা ছিল তাঁর। সোমবার একাধিক কর্মসূচি ছিল  শাহের। কেন বঙ্গ সফর বাতিল করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, সে বিষয়ে অবশ্য নিশ্চিতভাবে গেরুয়া শিবিরের তরফে কিছু জানানো হয়নি। তবে কি বিহারের রাজনৈতিক ডামাডোল নিয়ে ব্যস্ত বিজেপির 'চাণক্য', তা নিয়ে তুঙ্গে জল্পনা।

Amit Shah cancel Bengal tour । Sangbad Pratidin

ফাইল ছবি।

Published by: Sayani Sen
  • Posted:January 27, 2024 2:33 pm
  • Updated:January 27, 2024 3:28 pm

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: আচমকা বাতিল অমিত শাহের বঙ্গ সফর। রবিবার রাতে কলকাতায় আসার কথা ছিল তাঁর। সোমবার একাধিক কর্মসূচি ছিল  শাহের। কেন বঙ্গ সফর বাতিল করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, সে বিষয়ে অবশ্য নিশ্চিতভাবে গেরুয়া শিবিরের তরফে কিছু জানানো হয়নি। তবে কি বিহারের রাজনৈতিক ডামাডোল নিয়ে ব্যস্ত বিজেপির ‘চাণক্য’, তা নিয়ে তুঙ্গে জল্পনা।

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, রবিবার রাত ৯টা ৫৫ মিনিট দমদম বিমানবন্দরে নামার কথা ছিল অমিত শাহের। পরদিন ঠাসা কর্মসূচি ছিল তাঁর। বরানগরের পরন্ত মহামিলন মঠে সোমবার সকাল সাড়ে দশটায় যাওয়ার কথা ছিল শাহের। সাড়ে এগারোটা নাগাদ কর্মিসভা। দুপুর ২টো ১৫ মিনিটে হেলিকপ্টারে পূর্ব মেদিনীপুরে যাওয়ার কথা ছিল। মেচেদার ইসকন মাঠে জনসভা সেরে বিকেল সাড়ে চারটে নাগাদ কলকাতায় ফিরে আসার কথা ছিল শাহের। সায়েন্স সিটিতে নাগরিক সভায় যোগদানের পর দিল্লি ফেরত যাওয়ার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। জনসভার প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল।

Advertisement

[আরও পড়ুন: অফিসের স্ট্রেস থেকেই রাজ্যে বাড়ছে সন্ধ্যার পথদুর্ঘটনা! সমীক্ষায় এল চাঞ্চল্যকর তথ্য]

তবে শনিবার দুপুরে আচমকাই জানা যায় বঙ্গ সফর বাতিল করেছেন শাহ। কী কারণে সফর বাতিল করা হল, সে বিষয়ে অবশ্য স্পষ্ট করে কিছু জানানো হয়নি। তবে কি বিহারের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ব্যস্ত বিজেপির ‘চাণক্য’, তা নিয়ে তুঙ্গে জল্পনা। উল্লেখ্য, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের ইন্ডিয়া জোট ছেড়ে দিয়ে এনডিএ-র হাত ধরা শুধুমাত্র সময়ের অপেক্ষা। সব কিছু ঠিক থাকলে রবিবারই বিহারে আবার জেডিইউ-বিজেপি জোট সরকারের ছবি দেখতে পাওয়ার পূর্ণ সম্ভাবনা। বর্তমান আরজেডি-র সঙ্গে জোট ছেড়ে বেরিয়ে এসে নীতীশ বিজেপির সমর্থনে মুখ্যমন্ত্রী হতে চলেছেন-সেই চিত্রনাট্য গত বৃহস্পতিবার রাতেই দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ ও জে পি নাড্ডার বৈঠকেই রচনা হয়ে গিয়েছে বলেই সূত্রের খবর। মাসখানেকের ব্যবধানে শাহের বঙ্গ সফরকে লোকসভা ভোটের প্রস্তুতি বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। তবে কি বাংলার বদলে আপাতত বিহার নিয়ে বেশি ব্যস্ত শাহ, রাজনৈতিক মহলে তা নিয়ে চলছে জোর চর্চা।

[আরও পড়ুন: রেললাইনেই স্টোভ জ্বালিয়ে রান্না, চলছে পড়াশোনা! ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক তুঙ্গে]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement