Advertisement
Advertisement

Breaking News

Amit Shah

‘গুন্ডাদের উলটো ঝোলাব, খুলে যাবে বন্ধ কারখানা’, দিলীপ জিতলে কেমন হবে দুর্গাপুর? জানালেন শাহ

দুর্গাপুরে ভোট প্রচারে এসে বন্ধ কারখানা খুলে দেওয়ার প্রতিশ্রুতি অমিত শাহের।

Amit Shah attack TMC from BJP rally in Durgapur

ফাইল চিত্র।

Published by: Amit Kumar Das
  • Posted:May 6, 2024 2:43 pm
  • Updated:May 6, 2024 5:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোট প্রচারে এসে বাংলায় দুষ্কৃতী রাজের অভিযোগ তুলে ফের গুন্ডাদের উলটো ঝোলানোর নিদান অমিত শাহের। পাশাপাশি, শিল্প শহর দুর্গাপুরের মাটিতে দাঁড়িয়ে সেখানকার বন্ধ কারখানা খুলে দেওয়ার প্রতিশ্রুতি শাহের মুখে। তবে শর্ত একটাই এবারের নির্বাচনে জিতিয়ে দিতে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের প্রার্থী দিলীপ ঘোষকে(Dilip Ghosh)। সোমবার রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতির হয়ে ভোট প্রচারে এসে তৃণমূলকে তোপ দাগার পাশাপাশি একঝাঁক প্রতিশ্রুতি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

দিলীপ ঘোষের সমর্থনে দুর্গাপুরে নির্বাচনী প্রচারে এসে অমিত শাহ(Amit Shah) বলেন, ‘আমি আপনাদের মোদির গ্যারান্টি দিচ্ছি। এই কেন্দ্রে দিলীপদাকে জিতিয়ে দিন বর্ধমান ও দুর্গাপুরে যে সব কারখানা বন্ধ হয়ে পড়ে রয়েছে তা চালু করে দেব আমরা।’ শুধু তাই নয় শাহের বার্তা, ‘ওই এলাকায় স্টিল ও ইউরিয়া প্লান্টে আরও বিপুল বিনিয়োগ করে এই শিল্পকে অনেকদূর এগিয়ে নিয়ে যাওয়া হবে।’ একইসঙ্গে শিল্প শহরে তৃণমূলের বিরুদ্ধে সরাসরি দুষ্কৃতীরাজের অভিযোগ তোলেন নরেন্দ্র মোদির ‘ডেপুটি’। তাঁর অভিযোগ, ‘এখানকার শ্রমিকদের উপর তৃণমূল রাজ চলছে। শ্রমিকদের তাঁদের প্রাপ্য থেকে বঞ্চিত করে তোলাবাজি চালাচ্ছে তৃণমূলের দুষ্কৃতীরা। আর সেই টাকা চলে যাচ্ছে ভাইপোর কাছে। এখানে একবার আমাদের জিতিয়ে দিন, আমি কথা দিচ্ছি এই সব গুন্ডাদের উলটো ঝুলিয়ে সোজা করব আমরা।’

Advertisement

[আরও পড়ুন: ভোটের মাঝে টাকার পাহাড় রাঁচিতে! মন্ত্রীর আপ্ত সহায়কের বাড়ি থেকে উদ্ধার বিপুল নগদ]

পাশাপাশি সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ জানিয়ে শাহ বলেন, ‘দিদি গত ১৫ দিন ধরে এখানে আছেন বিজেপিকে হারাতে। দিদি আপনাকে চ্যালেঞ্জ করছি ৫ বছর এখানে থাকলেও আমাদের হারাতে পারবেন না। এখানে অপরাধের প্লান্ট খুলেছেন দিদি। এখানে রাজ্যের মন্ত্রীর কাছ থেকে টাকা উদ্ধার হয়। এই ‘ইন্ডিয়া’ জোট ১২ লক্ষ কোটি টাকার দুর্নীতি করেছে বলে অভিযোগ করেন শাহ। এদিন নির্বাচনী প্রচারে হিন্দুত্বের ধুয়ো তুলতেও ছাড়েননি অমিত শাহ। তৃণমূল এবং কংগ্রেসকে আক্রমণ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তৃণমূল এবং কংগ্রেস দল রামমন্দির তৈরির পথে বাধা দিচ্ছিল। প্রাণপ্রতিষ্ঠার সময় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু ওঁরা জাননি।’ না যাওয়ার কারণ হিসেবে তাঁর দাবি, ‘ভোটব্যাঙ্কের ভয়ে যাননি ওনারা। ভোটব্যাঙ্কের ভয়ে রামকে বহিষ্কার করেছে তৃণমূল।’

[আরও পড়ুন: ভোটের আগে তপ্ত আমেঠি! কংগ্রেস কার্যালয়ে দুষ্কৃতী হামলা, চলল ভাঙচুর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement