ছবি: প্রতীকী
সন্দীপ চক্রবর্তী: রাজ্যে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ (Corona Virus)। সংক্রমণের শৃঙ্খল ভাঙতে সপ্তাহে দুদিন লকডাউনের (Lock Down) পথে হেঁটেছে সরকার। ঘোষণা করা হয়েছে, ২৩ জুলাই, ২৫ জুলাই ও ২৯ জুলাই সম্পূর্ণ লকডাউন (Lock Down) জারি থাকবে রাজ্যে। বন্ধ থাকবে ব্যাংকও (Bank)। স্তব্ধ হবে জনজীবন। তবে লকডাউনের (Lock Down) আওতা থেকে ছাড় পাবে অত্যাবশকীয় পরিষেবা (Emergency Service)। এ বিষয়ে নবান্নের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে। এই তিন দিন কোন কোন পরিষেবা (Service) ছাড় পাবে, রইল তার তালিকা।
লকডাউন থেকে ছাড় পাবে যে পরিষেবাগুলি-
১. স্বাস্থ্য পরিষেবা (Health Service)। সরকারি-বেসরকারি হাসপাতালে রোগী নিয়ে যাওয়ার অ্যাম্বুল্যান্স পরিষেবা।
২.ওষুধ ও চিকিৎসা সামগ্রীর দোকান ।
৩. পুলিশ, আদালত, সংশোধনাগার, দমকল ও জরুরিকালীন পরিষেবা।
৪. বিদ্যুৎ ও জল পরিষেবা।
৫. ইন হাউজ কর্মীদের নিয়ে চলতে পারে শিল্পোৎপাদন।
৬. ছাড় রয়েছে কৃষিকাজ ও চা বাগানে।
৭. অন্তঃরাজ্য ও আন্তঃরাজ্য পণ্য পরিবহণ।
৮. সেবির (SEBI) নির্দেশ মেনে ই-কমার্স, ক্যাপিটাল ও ডেবিট মার্কেট।
৯. মুদ্রণ, বৈদ্যুতিন ও সোশ্যাল মিডিয়া।
১০. রান্না করা খবারের হোম ডেলিভারি।
১১. পেট্রল পাম্প। লকডাউনে রাস্তায় বের হওয়া গাড়িগুলিকে স্রেফ পরিষেবা দেবে পেট্রল পাম্পগুলি।
১২. দুধ, গ্যাসের দোকান
লকডাউনের জেরে বন্ধ থাকবে
১. রাষ্ট্রায়ত্ত্ব ও বেসরকারি ব্যাংক
২. সরকারি-বেসরকারি অফিস
৩. গণপরিবহণ
৪. ওষুধ, দুধ, গ্যাস বাদে সমস্ত দোকান
৫. যে কোনও বাজার, সুপার মার্কেট, শপিং মল
৬. বন্ধ থাকবে পোস্ট অফিস।
৭. দর্শনার্থীদের জন্য বন্ধ বেলুড় মঠ-সহ একাধিক ধর্মীয় স্থান।
রাজ্যের কোথাও কোথাও গোষ্ঠী সংক্রমণ (Community Transmission) শুরু হয়েছে বলেও স্বীকার করেছে সরকার। পরিস্থিতি নিয়ন্ত্রণে সোমবারই রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, রাজ্যে সপ্তাহে দু’দিন করে সম্পূর্ণ লকডাউন হবে। জানা গিয়েছে, সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত এই দিনগুলি রাজ্যের সর্বত্র সম্পূর্ণ লকডাউন (Lock Down) থাকবে। পাশাপাশি, মাস্ক পরা, সামাজিক দূরত্ব মেনে চলার মতো নিয়ম বাধ্যতামূলক।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.