Advertisement
Advertisement

Breaking News

দিলীপ ঘোষ

দিলীপের সভার জন্য আটকাল অ্যাম্বুল্যান্স, ঘুরপথে যাওয়ার নির্দেশ বিজেপি নেতার

অমানবিক নির্দেশের ভিডিও ভাইরাল হতেই উঠেছে নিন্দার ঝড়।

Ambulance stuck in rally, BJP leader Dilip Ghosh refuses to give way
Published by: Sayani Sen
  • Posted:January 7, 2020 11:07 am
  • Updated:January 7, 2020 11:11 am  

বিপ্লবচন্দ্র দত্ত, কৃষ্ণনগর: বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সভার জেরে রাস্তায় আটকে পড়ল অ্যাম্বুল্যান্স। ভিতরে রোগী থাকা সত্ত্বেও রাস্তা করে দিলেন না কেউই। উলটে সভামঞ্চে দাঁড়িয়ে এই অমানবিক ঘটনাকে সমর্থন জানালেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এই রাস্তা দিয়ে অ্যাম্বুল্যান্স গেলে সভায় উপস্থিত সকলে বিরক্ত হবে বলেই দাবি তাঁর।

সংশোধিত নাগরিকত্ব আইনের (CAA) সমর্থনে রাজ্যের বিভিন্ন প্রান্তে মিছিল করছে বিজেপি। সেই মতো সোমবার কৃষ্ণনগরে মিছিল করে গেরুয়া শিবির। রাজবাড়ি থেকে জেলা প্রশাসনিক ভবন পর্যন্ত মিছিলে হাঁটেন দলীয় নেতা-কর্মীরা। তারপর জেলা প্রশাসনিক ভবনের সামনে একটি সভাও করা হয়। ওই সভায় উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সভামঞ্চ থেকে সংশোধিত নাগরিকত্ব আইন প্রসঙ্গে বক্তব্য রাখছিলেন তিনি। এমন সময় একটি অ্যাম্বুল্যান্স সভাস্থলের কাছাকাছি এসে পৌঁছয়। ওই অ্যাম্বুল্যান্সে সেই সময় রোগী ছিলেন। তবে সভার জেরে এলাকায় তীব্র যানজট হওয়ায় রাস্তা দিয়ে অ্যাম্বুল্যান্স যাওয়ার সুযোগ পাচ্ছিল না। সভায় যোগদানকারী কেউই ওই অ্যাম্বুল্যান্সটিকে রাস্তা ছেড়ে দেওয়ার চেষ্টা করেনি। অ্যাম্বুল্যান্স আটকে পড়ার ঘটনাটি নজর এড়ায়নি বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষেরও। তবে তা সত্ত্বেও অ্যাম্বুল্যান্স যাওয়ার জন্য রাস্তা করে দেওয়ার কোনও উদ্যোগ নেননি। পরিবর্তে তিনি মঞ্চ থেকে বলেন, ‘‘এখান দিয়ে যেতে দেওয়া যাবে না। লোকে রাস্তায় বসে রয়েছে। ডিসটার্ব হয়ে যাবে। ঘুরিয়ে অন্য দিক দিয়ে নিয়ে যান।’’

Advertisement

[আরও পড়ুন: রেলের ‘গাফিলতি’, বর্ধমান স্টেশন বিপর্যয়ের বয়ান রেকর্ডে অনুপস্থিত প্রত্যক্ষদর্শীরা]

বিজেপি রাজ্য সভাপতির এহেন অমানবিক আচরণ নেটদুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে নিমেষেই। কীভাবে একজন সাংসদ এতটা অমানবিক হতে পারেন সেই প্রশ্ন তুলেছেন অনেকে। 

Dilip

তবে বিজেপি কর্মী-সমর্থকদের পাশাপাশি নেতানেত্রীরা দিলীপ ঘোষের এই আচরণ নিয়ে মুখ খুলতে নারাজ। তবে তাঁদের সাফাই অ্যাম্বুল্যান্সে কোনও রোগী ছিল না। বিজেপির নদিয়া উত্তর সাংগঠনিক জেলা সভাপতি আশুতোষ পালের গলাতেও একই সুর। তিনি বলেন, “ওই অ্যাম্বুল্যান্সটা ফাঁকা ছিল। তাতে কোনও রোগী ছিল না। তাই অন্য পথে যেতে বলা হয়েছে। রোগী থাকলে আমরাই ভিড় সরিয়ে সেটিকে এগিয়ে দিতাম।” যদিও গেরুয়া শিবিরে সাফাই মানতে নারাজ নেটিজেনদের একাংশ। দিলীপ ঘোষ-সহ অন্যান্য নেতানেত্রীরা নানা অমানবিক কাজ করতে পারেন বলেই দাবি তাঁদের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement