স্টাফ রিপোর্টার: ইদের নিমন্ত্রণ রক্ষা করতে সস্ত্রীক শ্বশুরবাড়ি যাচ্ছিলেন জামাই৷ কিন্তু পৌঁছানো হল না৷ পথেই চিরবিদায় নিল মেয়ে-জামাই। মুহূর্তের মধ্যে ইদের উৎসবের বাড়িতে নেমে এলো শোকের কালো ছায়া৷ মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে বীরভূমের লাভপুরে।
[পাওনা দু’লক্ষ টাকা আদায় করতে গিয়ে খুন প্রৌঢ়, চাঞ্চল্য বালুরঘাটে]
জানা গিয়েছে অ্যাম্বুল্যান্স ও বাইকের সংঘর্ষে সোমবার সকালেই মৃত্যু হয়েছে তিনজনের। জখম হয়েছেন আরও একজন। মৃতদের মধ্যে রয়েছেন এক দম্পতি৷ ঘটনাটি ঘটে বীরভূমের লাভপুর থানার চৌহাট্টা গ্রামের কাছে সিউড়ি-কাটোয়া রাস্তার মহোদরী এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম, জিয়েস শেখ, বয়স ৪৫ এবং জেসমিন বিবি, বয়স ৪০। তাঁদের বাড়ি সাঁইথিয়া থানার ভ্রমরকোল গ্রামে। সোমবার স্ত্রী জেসমিন বিবিকে বাইকে চাপিয়ে লাভপুর থানার অন্তর্গত ব্রাহ্মণগ্রামে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন জিয়েস শেখ। উদ্দেশ্য ছিল, ইদের উৎসবে যোগ দেওয়া৷ লাভপুরের দিক থেকে আহমেদপুরের দিকে যাচ্ছিলেন তাঁরা৷ এমন সময় উলটোদিক অর্থাৎ লাভপুরের দিক থেকে আসছিল একটি ফাঁকা অ্যাম্বুল্যান্স। প্রত্যক্ষদর্শীরা দেওয়া তথ্যানুয়ায়ী, একটি বাঁকের মুখে বাইক ও অ্যাম্বুল্যান্সের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক চালক জিয়েস শেখ ও তাঁর স্ত্রী জেসমিন বিবির। এরপরেই অ্যাম্বুল্যান্সটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি সাইকেল আরোহীকে এবং উলটে যায় রাস্তার পাশের নয়ানজুলিতে৷
[সিবিআই তদন্তের আরজি, কলকাতা হাই কোর্টের দ্বারস্থ মৃত বিজেপি কর্মীর পরিবার]
পুলিশ জানিয়েছে, সাইকেল আরোহী ভালাস গ্রামের দিক থেকে আসছিলেন। দুর্ঘটনার পর সিউড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে, সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মৃতের নাম নীলমাধব হাজরা, বয়স ৪৭। ঘটনার পর থেকেই পলাতক ছিল অ্যাম্বুল্যান্সের চালক৷ তবে অসমর্থিত সূত্রে খবর, এই দুর্ঘটনায় সেও জখম হয়েছিল৷ ফলে তাকেও চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে বোলপুরের সিয়ানে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.