সৌরভ মাজি, বর্ধমান: বর্ধমানে (Purba Bardhaman district) ভয়ংকর দুর্ঘটনা। দুর্ঘটনা এড়াতে গিয়ে আচমকা রোগী-সহ পুকুরে উলটে গেল অ্যাম্বুল্যান্স ও অন্য একটি গাড়ি। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে বর্ধমানের নবাবহাটে। স্থানীয়রাই প্রাথমিকভাবে উদ্ধার কাজে হাত লাগায়। শেষ পাওয়া খবর অনুযায়ী, এই দুর্ঘটনায় হতাহতের কোনও খবর নেই।
জানা গিয়েছে, শুক্রবার সকাল সাড়ে ৭ টা নাগাদ বর্ধমানের নবাবহাট এলাকায় ১০৮ শিবমন্দির সংলগ্ন এলাকায় ঘটে দুর্ঘটনা। প্রথমে বর্ধমানগামী একটি গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ওই গাড়িটির পিছনে ছিল একটি অ্যাম্বুল্যান্স। তাতে রোগী-সহ চার থেকে পাঁচজন ছিলেন। সামনের গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ায় ব্রেক কষেন অ্যাম্বুল্যান্স চালক। সেই সময় রাস্তার পাশের পুকুরে পড়ে যায় অ্যাম্বুল্যান্স ও আরও একটি গাড়ি। তাতেও কয়েকজন যাত্রী ছিলেন। শব্দ পেয়েই ছুটে যান স্থানীয়রা। প্রথমে তাঁরাই উদ্ধার কাজে হাত লাগান।
স্থানীয় সূত্রে খবর, বেশ কিছুক্ষণের চেষ্টায় রোগী-সহ অ্যাম্বুল্যান্সে থাকা সকলকেই পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে রোগীকে পাঠানো হয়েছে হাসপাতালে। এ বিষয়ে পূর্ব বর্ধমানের জেলা পরিষদের সদস্য নুরুল হাসান জানান, বৃষ্টির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। রোগীকে হাসপাতালে ভরতি করা হয়েছে। জখমদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
দেখুন ভিডিও:
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.