Advertisement
Advertisement

দোলযাত্রার দিন বাতিল প্রায় ৩০০ লোকাল ট্রেন, যাত্রীদের চূড়ান্ত ভোগান্তির আশঙ্কা

দেশের বিভিন্ন প্রান্তে বেড়াতে যাওয়ার জন্য চলছে ২২টি হোলি স্পেশাল ট্রেন।

Almost 300 local trains are cancelled during Holi 2024

ফাইল ছবি।

Published by: Sulaya Singha
  • Posted:March 23, 2024 10:18 pm
  • Updated:March 23, 2024 11:41 pm  

সুব্রত বিশ্বাস: রবিবার ট্রাফিক ব্লক। সোমবার দোলযাত্রা। আর সেই কারণেই অসংখ‌্য ট্রেন বাতিলের কথা ঘোষণা করেছে রেল। ফলে দুদিন ফের ভোগান্তির শিকার হতে চলেছেন সাধারণ যাত্রীরা।

পূর্ব রেল জানিয়েছে, রবিবার হাওড়া-বর্ধমান শাখার বর্ধমান স্টেশন চত্বরে ডাউন মেন লাইনে লাইন রক্ষণাবেক্ষণের কাজ চলবে। সেই কারণে হাওড়া-বর্ধমান শাখা এবং শিয়ালদহ-বর্ধমান শাখায় ১৪টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। আবার দোলযাত্রার দিন যাত্রী কম থাকবে, এই আশঙ্কায় শিয়ালদহ ডিভিশনে চলবে না ২৩৪টি লোকাল ট্রেন। হাওড়ায় বাতিল করা হয়েছে ৬৫টি লোকাল। দোল উপলক্ষে রাজ্যজুড়ে ছুটি থাকলেও নানা কারণে ট্রেনে একপ্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে হয় মানুষকে। কেউ ব্যবসার কাজে তো কেউ হাসপাতালে পৌঁছতে ট্রেনের ভরসায় থাকেন। কিন্তু একযোগে প্রায় তিনশো ট্রেন বাতিল করে দেওয়ায় যাত্রীদের সমস্যা যে যে চরমে পৌঁছবে, তা বলাই বাহুল্য। এই দুর্ভোগের জন্য রেলের তরফে বিবৃতি দিয়ে দুঃখপ্রকাশও করা হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: মুর্শিদাবাদে লড়বেন মহম্মদ সেলিম, দেখে নিন সিপিএমের দ্বিতীয় প্রার্থী তালিকা]

এদিকে পূর্ব রেল দেশের বিভিন্ন প্রান্তে বেড়াতে যাওয়ার জন‌্য ২২টি হোলি স্পেশাল চালানো শুরু করেছে। শনিবার হোলি স্পেশাল এবং অন‌্যান‌্য ট্রেনগুলিতে অতিরিক্ত ভিড় হওয়ায় তা তদারকি করতে হাওড়া স্টেশনে পৌঁছান পূর্ব রেলের প্রিন্সিপ‌্যাল চিফ কমার্শিয়াল ম‌্যানেজার সৌমিত্র মজুমদার। তিনি বলেন, নিয়মিত ট্রেন অতিরিক্ত ভিড় হচ্ছে। অনেকেই ট্রেনে জায়গা পাচ্ছেন না। তাঁদের গন্তব্যের দিকের স্পেশালে যাওয়ার ব‌্যবস্থা করা ও টিকিটের একাধিক সুবিধাজনক পদ্ধতি এদিন খতিয়ে দেখা হয়। আরপিএফের আইজি পরম শিব জানান, দূরপাল্লার ট্রেনগুলিতে যাতে কোনওরকম মদ ও মাদক পাচার না হতে পারে সে জন‌্য এখন বিশেষ চেকিংয়ের ব্যবস্থা করা হয়েছে।

[আরও পড়ুন: লোকসভা ভোটের আগে ‘রাজনৈতিক হত্যা’ বাংলায়! ধানখেতে পড়ে বিজেপি কর্মীর দেহ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement