Advertisement
Advertisement

Breaking News

Howrah

রাতের অন্ধকারে জানলা দিয়ে ব্যবসায়ীর উপর অ্যাসিড হামলা! দুষ্কৃতীর খোঁজে পুলিশ

কে বা কারা হামলা চালিয়েছে তা নিয়ে ধোঁয়াশা।

Allegedly Acid attack on Howrah businessman

প্রতীকী ছবি।

Published by: Subhankar Patra
  • Posted:November 10, 2024 12:49 pm
  • Updated:November 10, 2024 12:49 pm  

মনিরুল ইসলাম, উলুবেড়িয়া: হাওড়ার জগৎবল্লভপুরে রাতের অন্ধকারে ব্যবসায়ীর উপর অ্যাসিড হামলা! শনিবার বাড়িতে কাজ করার সময় তাঁর উপর হামলা করা হয় বলে অভিযোগ। আহত ব্যক্তিকে তড়িঘড়ি স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তিনি সুস্থ রয়েছেন। পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। ঘটনায় চাঞ্চল্য এলাকায়।

আহত ব্যক্তির নাম ভোলানাথ কোলে। তিনি জগৎবল্লভপুর থানার পাতিহাল গ্রাম পঞ্চায়েতের নিজবালিয়া এলাকার বাসিন্দা। ভোলানাথবাবু ইমিটেশনের গয়না তৈরির পর তা ফিনিশিং অর্থাৎ পালিশের কাজ করেন। গয়না বাড়িতে নিয়ে এসে কাজ করেন তিনি। ঘটনার রাতে বাড়িতে বসেই কাজ করছিলেন। অভিযোগ, জানলা খোলা থাকার সুযোগ নিয়ে  তাঁর উপর অ্যাসিড হামলা করা হয়। তবে কে বা কারা হামলা চালিয়েছে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। পরিবারের লোকেরা দ্রুত তাঁকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, চিকিৎসকরা জানিয়েছেন, এটা জল বা অন্য রাসায়নিক মিশ্রিত অ্যাসিড ছিল। ফলে ব্যক্তির শরীরে ক্ষতের পরিমাণ কম। যদি শুধুমাত্র অ্যাসিড হলে তাহলে অনেক বেশি ক্ষতি হত। পুলিশ প্রাথমিকভাবে তদন্ত শুরু করলেও পরিবারের তরফে থানায় কোনও অভিযোগ দায়ের করা হয়নি। পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পেলে তার ভিত্তিতে সুনির্দিষ্ট তদন্ত শুরু করা হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement