Advertisement
Advertisement

Breaking News

Krishnanagar

কৃষ্ণনগরে দুষ্কৃতী দৌরাত্ম্য! প্রকাশ্যে আইনজীবীকে লক্ষ্য করে গুলি

এই ঘটনার পর এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।

Alleged firing at lawyer in Krishnanagar

প্রতীকী ছবি

Published by: Subhankar Patra
  • Posted:January 1, 2025 2:55 pm
  • Updated:January 1, 2025 4:30 pm  

সঞ্জিত ঘোষ, নদিয়া: কৃষ্ণনগরে আইনজীবীকে লক্ষ্য করে গুলি। ৪-৫ রাউন্ড গুলি চলে বলে অভিযোগ। তবে তা লক্ষ্যভ্রষ্ট হয়েছে। ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনার পর এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।

কৃষ্ণনগর জেলা দায়রা আদালতের তথা জর্জ কোর্টের উকিল সুমন ঘোষের উপর গুলি চালানোর ঘটনা ঘটে। তাঁর অভিযোগ, কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তর্গত ভাণ্ডারখোলা পঞ্চায়েতের পানি নালা এলাকায় নিজের বাড়ির পাশে প্রতিবেশীদের নিয়ে জমি মাপজোক করছিলেন। অভিযোগ, তাঁর জায়গার উপর দিয়ে বেআইনিভাবে মাটি কেটে নিয়ে যাচ্ছিলেন এক মাটি মাফিয়া। ফলে তাঁর জমির অংশ নোংরা হচ্ছিল। জায়গাটি ঘিরে দিতেই অভিযুক্তদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন সুমনবাবু। সেই সময় মাটি মাফিয়া বিজয় ঘোষ একাধিক বোমা এবং আগ্নেয়াস্ত্র নিয়ে ঘটনাস্থলে যায়। এরপরই সুমনবাবুকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ। কোনও মতে প্রাণে বাঁচেন সুমন।

Advertisement

এরপরই কোতোয়ালি থানায় অভিযোগ জানান ওই আইনজীবী। অভিযোগের ভিত্তিতে পুলিশ একজন মাটি মাফিয়াকে গ্রেপ্তার করেছে। বাকিরা অধরা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। বাকি অভিযুক্তদের খুঁজছে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ।

এদিকে ঘটনার কথা অস্বীকার করেছেন অভিযুক্ত বিজয়ের স্ত্রী স্মৃতি ঘোষ। তাঁর দাবি, “গৌতম ঘোষ নামের এক ব্যক্তির থেকে তাঁরা জমিটি কিনেছেন। রেজিস্ট্রির কথা ছিল। কিন্তু সেই জমি নিয়ে বিবাদ বাদে। স্বামীর নামে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।”   

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement