Advertisement
Advertisement

Breaking News

Maldah

মালদহে কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, মুখ বন্ধ রাখতে লাগাতার খুনের হুমকি?

জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছে ওই পরিবার।

Allegations of attempted physical assault of a teenage girl in Maldah

ফাইল ছবি।

Published by: Suhrid Das
  • Posted:March 24, 2025 7:21 pm
  • Updated:March 24, 2025 7:43 pm  

বাবুল হক, মালদহ: হোলির দিন ঘরে ঢুকে কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঠে। তাকে বাঁচাতে গিয়ে তাঁর মা-ও আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ। বেধড়ক মারধর করা হয়েছে মা ও মাকে! শুধু তাই নয়, ঘটনার কথা বাইরে জানালে প্রাণে মারার হুমকিও দেওয়া হয়েছে। পুলিশে অভিযোগ জানালেও কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। সেই অভিযোগও উঠেছে। শেষপর্যন্ত জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছে ওই পরিবার। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদহের বামনগোলা এলাকায়।

পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ১৫ তারিখ হোলির দিন দুপুরে ওই কিশোরী নিজের ঘরে ছিল। তার মা রান্নাঘরে কাজে ব্যস্ত ছিলেন। বাবা ও ভাই বাড়িতে ছিলেন না। সেই সুযোগে প্রতাপ গুপ্তা নামে এক যুবক ওই ঘরে ঢোকে। কিশোরীকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ। মেয়ের আর্তনাদ শুনে মা ঘরে ছুটে আসেন। ওই যুবকের থেকে মেয়েকে বাঁচানোর চেষ্টা করা হয়। সেসময় মাকেও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। মাকে বাঁচাতে গেলে মেয়েও মার খায়। ওই যুবক ওই বাড়ি ছেড়ে পালায়। রাতে পরিবারের অন্যান্য সদস্যরা বাড়ি ফিরলে গোটা ঘটনার কথা তাঁদের বলা হয়।

Advertisement

এদিকে ওই রাতেই অভিযুক্ত-সহ কয়েকজন ওই বাড়িতে ফের হানা দেয়। দুপুরের ঘটনার কথা জানালে প্রাণে মেরে ফেলা হবে। বন্দুক দেখিয়ে সেই হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। যদিও চাপ থাকা সত্ত্বেও পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়। সেই কথা জানার পরেই অভিযুক্তরা ওই পরিবারকে প্রাণে মারার হুমকি দিচ্ছে বলে অভিযোগ। পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ। শেষপর্যন্ত ওই পরিবার মালদহ জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন। জেলা পুলিশ সুপারকে লিখিত অভিযোগ জানানো হয়েছে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারির পাশাপাশি নিজেদের নিরাপত্তার দাবি জানিয়েছে ওই পরিবার। ঘটনা জানাজানি হতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement