Advertisement
Advertisement

Breaking News

ASI

লিভ ইন সঙ্গীকে ধর্ষণের অভিযোগ ASI-এর বিরুদ্ধে, হুলস্থুল বারাকপুরে

তদন্ত শুরু করেছে পুলিশ।

Allegation of rape of live-in partner against ASI in Barrackpore | Sangbad Pratidin

ছবি: প্রতীকী।

Published by: Tiyasha Sarkar
  • Posted:September 27, 2023 12:22 pm
  • Updated:September 27, 2023 12:33 pm  

অর্ণব দাস, বারাকপুর: পাওনা আদায়ের প্রতিশ্রুতি দিয়ে যুবতীকে ধর্ষণের অভিযোগ। এবার কাঠগড়ায় বারাকপুর (Barrackpore) বাসুদেবপুর থানার এএসআই। যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন ওই পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, অভিযুক্তের নাম সঞ্জীব সেন। বারাকপুরের বাসুদেবপুর থানার এএসআই পদে কর্মরত তিনি। অভিযোগকারী জানিয়েছেন, একজনকে তিনি ১০ লক্ষ টাকা ধার দিয়েছিলেন। সেই টাকা উদ্ধার করতে পারছিলেন না। পাওয়া আদায়ের প্রতিশ্রুতি দিয়েই শ্যামনগরের বাসিন্দা ওই যুবতীর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ায় অভিযুক্ত সঞ্জীব সেন। যুবতীর অভিযোগ, সেই সুযোগকে কাজে লাগিয়েই তাঁকে ধর্ষণ করে ওই পুলিশ কর্মী। অবশেষে পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই যুবতী।

Advertisement

[আরও পড়ুন: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে ফের বঙ্গে দুর্যোগের আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস?]

এদিকে বাসুদেবপুর থানার তরফে জানানো হয়েছে, এএসআইয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগকারী যুবতীর সঙ্গে লিভ ইন করতেন সন্দীপ সেন। পরবর্তীতে কোনও সমস্যা তৈরি হয়। লিভ ইন সঙ্গীই ওই যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন। এদিকে পুলিশে লিখিত অভিযোগ দায়েরের পর যুবতীকে খুনের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

[আরও পড়ুন:  মানুষের সেবা করতে রাজনীতিতে, নিজের টোটো চালিয়েই শপথ নিতে গেলেন বিদ্যুৎ ও শিক্ষা কর্মাধ্যক্ষ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement