প্রতীকী ছবি
সঞ্জিত ঘোষ, নদিয়া: সম্পত্তির লোভে বৃদ্ধকে ধারালো অস্ত্রের কোপ মারার অভিযোগ উঠল স্ত্রী ও দুই কন্যার বিরুদ্ধে। শনিবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার চাপড়ায়। আশঙ্কাজনক অবস্থায় বৃদ্ধকে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি। ঘটনায় তিনজনকেই গ্রেপ্তার করছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহতের নাম মঞ্জুর শেখ। বয়স ৬৫ বছর। তিনি চাপড়ার সিকরা গ্রামের বাসিন্দা। তাঁর তিন কন্যা সন্তান। বৃদ্ধার সম্পত্তি নিজেদের নামে লিখিয়ে নিতে তার উপর চাপ সৃষ্টি করছিলেন তিনকন্যা সন্তান ও তাঁর স্ত্রী। তা নিয়ে মাঝে মধ্যেই তাঁদের ঝামেলা হত। এদিন তা চরম আকার নেয়। অভিযোগ, বচসা চলাকালীন স্ত্রী ও দুই কন্যা ধারালো অস্ত্র নিয়ে চড়াও হন। বৃদ্ধকে মাটিতে ফেলে এলোপাথাড়ি কোপাতে থাকেন। চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। পরিস্থিতি বেগতিক বুঝে অভিযুক্তরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাঁদের হাতেনাতে ধরেন স্থানীয়রা। পুলিশ এসে গ্রেপ্তার করে তিনজনকে।
মঞ্জুরকে উদ্ধার করে চাপড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আহতের ভাইপো দিলরহমান শেখ বলেন, “আমার কাকিমা ও দুই মেয়ে কাকাকে এলোপাথাড়ি কোপ মেরেছে। কাকার একটি চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ওদের পুলিশ গ্রেপ্তার করেছে। আরও এক মেয়ে এই ঘটনার সঙ্গে যুক্ত। পুলিশে অভিযোগ জানানো হয়েছে।” ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.