Advertisement
Advertisement
TMC

তৃণমূল কংগ্রেসের টুইটার অ্যাকাউন্টে হ্যাকার হানা, বদলে গেল নাম

তৃণমূলের অফিসিয়াল অ্যাকাউন্টটির নাম দেখাচ্ছে 'Yuga Labs'।  

All India Trinamool Congress Twitter account hacked | Sangbad Pratidin

ছবি: প্রতীকী।

Published by: Monishankar Choudhury
  • Posted:February 28, 2023 8:11 am
  • Updated:February 28, 2023 8:46 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তৃণমূল কংগ্রেসের টুইটার অ্যাকাউন্টে হ্যাকার হানা। বদলে গেল নাম। মাইক্রোব্লগিং সাইটটিতে তৃণমূলের অফিসিয়াল অ্যাকাউন্টটির নাম দেখাচ্ছে ‘Yuga Labs‘।  

মঙ্গলবার সকালে আচমকা তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলটির প্রোফাইল নেম ও প্রোফাইল পিকচার পালটে যায়। মাইক্রোব্লগিং সাইটটিতে তৃণমূলের অফিসিয়াল অ্যাকাউন্টটির নাম দেখাচ্ছে ‘Yuga Labs’। তবে সেখানে এখনও পর্যন্ত নতুন কোনও টুইট করা হয়নি। মনে করা হচ্ছে, পেজটি হ্যাক করা হয়েছে। তবে কে বা কারা এই কাজ করেছে তা এখনও স্পষ্ট নয়। 

Advertisement

মাস দুয়েক আগেই হ্যাকার হানায় অচল হয়ে যায় পশ্চিমবঙ্গের একাধিক সরকারি ওয়েবসাইট। এগিয়ে বাংলা, দুয়ারে সরকার-সহ অন‌্যান‌্য সরকারি ওয়েবসাইটগুলো খোলা যায়নি। 

উল্লেখ্য, ২০২০ সালে এলন মাস্ক, জেফ বেজোস, বিল গেটস, বারাক ওবামা, জো বাইডেন-সহ বেশ কয়েকজন বিশিষ্ট মার্কিন নাগরিকের টুইটার হ্যান্ডেলে হানা দিয়েছিল হ্যাকাররা। অভিযোগ, এই সাইবার হামলাগুলির নেপথ্যে ছিল রাশিয়া বা চিনা হ্যাকারদের হাত। এছাড়া, ওয়াল স্ট্রিট জার্নাল-সহ একাধিক সংস্থার সার্ভারেও হানা দিয়ে সাংবাদিকদের প্রচুর গুরুত্বপূর্ণ তথ্য চুরি করেছিল হ্যাকাররা। মিডিয়া ব্যারন রুপার্ট মারডকের প্রকাশক সংস্থা ‘নিউজ কর্প’ জানিয়েছিল, ওয়াল স্ট্রিট জার্নাল, নিউ ইয়র্ক পোস্ট ও ডাও জনস-এর সিস্টেমে হামলা চালিয়েছে হ্যাকাররা। এর ফলে সাংবাদিকদের প্রচুর গুরুত্বপূর্ণ তথ্য চুরি হয়। প্রকাশক সূত্রে খবর, ২০২০ সালের ফেব্রুয়ারি মাসেই প্রথম হ্যাকাররা আক্রমণ করে। এই আক্রমণে তাঁদের সংস্থার বহু সাংবাদিকের সিস্টেম থেকে ফাঁস হয়েছে নানা ধরনের তথ্য। 

[আরও পড়ুন: ‘অনেকে দলকে লুটে খাওয়ার জায়গা করেছেন, বরদাস্ত করব না’, TMC নেতাদের হুঁশিয়ারি কাজল শেখের]

বলে রাখা ভাল, গত বছর দিল্লির এইমসে (Delhi AIIMS) বড়সড় সাইবার হামলা (Cyber Attack) হয়েছিল। তদন্তে জানা গিয়েছিল, কোনও এক কর্মী কম্পিউটারে কাজ করার সময় সাধারণ নিয়ম মানেননি বলেই বড় বিপদ ঘটে। সরকারি সূত্রে জানা গিয়েছিল, দিল্লি এইমসে সাইবার হামলা চালায় চিনা হ্যাকাররা (China Hackers)। এর ফলে কয়েক লক্ষ রোগীর নথি হ্যাকারদের দখলে চলে যায়। সেই নথিপত্র উদ্ধার করা সম্ভব হয়েছে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে।

[আরও পড়ুন: সমবায় নির্বাচনে তাজপুর-বৈষ্ণবচকে বিরাট জয় তৃণমূলের, এগরায় বাজিমাত রাম-বাম জোটের]

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement