Advertisement
Advertisement
বিদ্যুৎ বিভ্রাট কোলাঘাটে

আচমকা বন্ধ ৬টি ইউনিটই, আঁধারে ডুবল কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র

সন্ধে থেকে ৬টি ইউনিট বসে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে চিন্তা।

All 6 units stop production, no electricity in Kolaghat Thermal Power Plant

ফাইল ছবি

Published by: Sucheta Sengupta
  • Posted:October 25, 2019 8:30 pm
  • Updated:October 25, 2019 8:31 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কালীপুজোর আগে বড়সড় বিদ্যুৎ বিভ্রাটের আশঙ্কা রাজ্যজুড়ে। শুক্রবার সন্ধে থেকে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬টি ইউনিট বন্ধ হয়ে গিয়েছে। ফলে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত তো বটেই। কীভাবে এই সমস্যার দ্রুত মোকাবিলা করা যায়, তা বুঝতেই নাজেহাল কর্মী, আধিকারিকরা। যুদ্ধকালীন তৎপরতায় চলছে কাজ। তবে খুব তাড়াতাড়ি পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কোনও সম্ভাবনা যে নেই, তাও জানা যাচ্ছে বিদ্যুৎকেন্দ্র সূত্রে।
শুক্রবার সন্ধে নাগাদ রাজ্যের অন্যতম বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোলাঘাটের সবকটি ইউনিট আচমকা বসে যায়। এমনিতে এই উৎসবের মরশুমে রাজ্য এবং প্রতিবেশী রাজ্যে বিদ্যুতের চাহিদা অনেকটা বেশি থাকে। কোলাঘাট থেকে এরাজ্য ছাড়াও ঝাড়খণ্ড, বিহারের বেশ কিছু অংশে বিদ্যুৎ সরবরাহ হয়। সবমিলিয়ে, এই সময়ে বাড়তি উৎপাদনের চাপ থাকে এখানে। কিন্তু এদিন আচমকাই ৬টি ইউনিটে একসঙ্গে বিদ্যুৎ বিভ্রাট দেখা দেওয়ায় কার্যত মাথায় হাত পড়ে কর্মীদের। অন্ধকারে ডুবে যায় প্রকল্পের আশেপাশের এলাকা। পরিস্থিতির গুরুত্ব বুঝে ঘটনাস্থলে যান উচ্চপদস্থ আধিকারিক, ইঞ্জিনিয়াররা। কিন্তু তাঁরা বুঝতেই পারেন যে দ্রুত কিছু করা সম্ভব নয়। টানা প্রায় ২ঘণ্টা ধরে সম্পূর্ণ বিদ্যুৎহীন কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র।

[আরও পড়ুন: দলীয় কোন্দল তৃণমূলে, রঘুনাথপুরে পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা দলেরই কাউন্সিলরদের]

এখানকার ৬টি ইউনিটের মধ্যে প্রতিটির উৎপাদন ক্ষমতা অন্তত ২০০ মেগাওয়াট বিদ্যুৎ। ফলে সবকটি ইউনিট চালু থাকলে, যে পরিমাণ বিদ্যুতের জোগান হয়, তা বিপুল। রাজ্যের বাইরেও তা দিতে কোনও সমস্যা হয় না। এখন কালীপুজো ও দীপাবলির মরশুম। ফলে সর্বত্র বিদ্যুতের চাহিদা একটু বেশিই থাকে। কিন্তু আজকের বিভ্রাটের পর সেই বাড়তি বিদ্যুতের চাহিদা পূরণ দূরে থাক, আপদকালীন পরিস্থিতিতেই বা কীভাবে সব সামলাবেন, তা ভেবেই উঠতে পারছেন না ইঞ্জিনিয়াররা। সংগৃহীত বিদ্যুতে কতক্ষণই বা চলবে, তাও বোঝা যাচ্ছে না ঠিকমতো। তাই এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক করে তোলা বড়সড় চ্যালেঞ্জের কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের পদস্থ কর্তাদের কাছে।

Advertisement

[আরও পড়ুন: ফের রাজ্যে ভোটের হাওয়া, নভেম্বরেই ৩ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement