Advertisement
Advertisement

Breaking News

Bison

বাইসনের হামলায় ছিন্নভিন্ন শরীর, প্রাণ গেল তরুণীর

গরু চড়াতে গিয়ে বাইসনের হামলার শিকার হন তিনি।

Alipurduar woman killed by bison । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:November 6, 2023 5:33 pm
  • Updated:November 6, 2023 5:48 pm

রাজ কর্মকার, আলিপুরদুয়ার: বুনো জন্তুর আক্রমণে উত্তরবঙ্গে প্রাণহানি অব্যাহত। হাতির হামলায় মাহুতের মৃত্যুর পরদিনই ফের মিলল দুঃসংবাদ। এবার গরু চড়াতে গিয়ে বাইসনের হামলায় প্রাণ গেল এক তরুণীর।

মৃত বছর চব্বিশের তরুণী নেতু টোটো। রবিবার সকালে জলদাপাড়া জাতীয় উদ্যানের তিতি ফরেস্টে গরু চড়াতে যান নেতু। রবিবার আর বাড়ি ফেরেননি। রাতভর চলে খোঁজাখুঁজি। সোমবার সকালে তিতি জঙ্গল লাগোয়া এলাকায় তাঁর মৃতদেহ উদ্ধার হয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বাইসনের হামলায় ছিন্নভিন্ন হয়ে গিয়েছে নেতুর দেহ। তার জেরে প্রাণহানি হয়েছে তরুণীর।

Advertisement

[আরও পড়ুন: চাকরির নামে কয়েক লক্ষ টাকা আর্থিক প্রতারণা! গ্রেপ্তার সরকারি কর্মী]

জলদাপাড়া জাতীয় উদ্যানের এডিএফও নবজিৎ দে বলেন, “আমরা ঘটনার তদন্ত শুরু করেছি। প্রাথমিকভাবে বাইসনের হামলায় ওই তরুণীর মৃত্যু হয়েছে বলেই মনে হচ্ছে। মৃতদেহ ময়নাতদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর কারণ নিয়ে নিশ্চিত হতে পারব।” উল্লেখ্য, ভুটান পাহাড়ের কোলে টোটো পাড়াতেই ভারতে একমাত্র সংগবদ্ধভাবে টোটো সম্প্রদায়ের মানুষের বাস। বাইসনের হামলায় ওই সম্প্রদায়ের তরুণীর মৃত্যুতে পাহাড়ের কোলে টোটো পাড়াতেও নেমেছে শোকের ছায়া।
দেখুন ভিডিও:

[আরও পড়ুন: ইডেনের আতসবাজিতে মাউন্টেড পুলিশের ঘোড়ার হৃদরোগে মৃত্যু, আহত ২ পুলিশ কর্মী]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement