Advertisement
Advertisement

Breaking News

তারকা প্রচারক দেবের হেলিপ্যাড স্কুলের মাঠেই! পড়ুয়াদের হাফ ছুটি ঘিরে বিতর্ক

তৃণমূলের তারকা প্রচারকের তালিকায় রয়েছেন অভিনেতা সাংসদ দেব-ও।

Alipurduar School declared half leave for campaigning of dev
Published by: Paramita Paul
  • Posted:April 8, 2024 5:03 pm
  • Updated:April 8, 2024 6:16 pm  

রাজ কুমার, আলিপুরদুয়ার: ভোটপ্রচারে আসছেন দেব! তাই হাফ ছুটি হয়ে গেল স্কুল। আলিপুরদুয়ার জেলার ফালাকাটার জটেশ্বর হাই স্কুলের এই ঘটনায় দানা বেঁধেছে বিতর্ক। যদিও পড়ুয়ারা বেজায় খুশি কারণ তারা দেবকে দেখতে পাবে!

তৃণমূলের তারকা প্রচারকের তালিকায় রয়েছেন অভিনেতা সাংসদ দেব-ও। বিভিন্ন জেলায় প্রচারে যেতে হচ্ছে তাঁকে। সোমবার ফালাকাটার জটেশ্বরে তাঁর রোড শো রয়েছে। আর তাই তাঁর যাতায়াতের সুবিধার্থে তৈরি হয়েছে হেলিপ্য়াড। সেটি তৈরি করা হয়েছে ফালাকাটার জটেশ্বর হাই স্কুলের মাঠে। সেই কারণে স্কুল ছুটি দিয়ে দেওয়া হয়েছে বলে খবর। এদিন প্রথম চারটি পিরিয়ডের পরই স্কুল ছুটি দিয়ে দেওয়া হয়। হঠাৎ পড়ে পাওয়া চোদ্দো আনার ছুটি পেয়ে বেজায় খুশি স্কুলের পড়ুয়ারা।

Advertisement

[আরও পড়ুন: তৃণমূল নয়, বাংলায় ১ নং বিজেপি! লোকসভা ভোটের প্রাক্কালে ভবিষ্যদ্বাণী প্রশান্ত কিশোরের]

এ প্রসঙ্গে স্কুলের ছাত্র অনীক ধর বলছে, অন্যদিন বিকেল চারটেয় স্কুটি হয়। আজ চার পিরিয়ডের পর ছুটি হয়ে গিয়েছে। দেব আসছে। আমরা মাঠে ওর জন্যই অপেক্ষা করছি। দেবকে দেখতে পাব। এদিকে জটেশ্বর হাই স্কুলের টিচার ইনচার্জ অমিতকুমার দত্ত বলেন, “স্কুলের মাঠে হেলিপ্যাড হয়েছে, মাইক বাজছে। ক্লাস করাতে সমস্যা হচ্ছে। তাই ছুটি দিয়ে দেওয়া হয়েছে। তবে ক্লাস তো হয়েছে। পরে ছাত্রছাত্রীদের নিরাপত্তার স্বার্থে স্কুল বন্ধ রাখা হয়েছে।” তবে রাজনৈতিক অনুষ্ঠানের জন্য কেন একটি স্কুলের মাঠে হেলিপ্যাড তৈরি হল, যার জেরে মাঝপথে স্কুল বন্ধ করে দিতে হল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

এ প্রসঙ্গে আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা বলেন, “বিষয়টি নিয়ে আমরা নির্বাচন কমিশনের দ্বারস্থ হব। পড়াশোনায় ক্ষতির বিষয়টি তৃণমূল বোঝে না।” তৃণমূলের প্রার্থী প্রকাশচিক বরাইক বলেন, “বিষয়টি আমার জানা নেই। কে বা কারা হেলিপ্যাড তৈরি করেছে, তা খোঁজ নিয়ে দেখব। এখনই বিষয়টি নিয়ে বলা উচিত হবে না।”

[আরও পড়ুন: কংগ্রেসের পর সিপিএম, ভোটের আগে প্রায় ৫ কোটি টাকা ফ্রিজ আয়কর দপ্তরের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement