Advertisement
Advertisement

Breaking News

পঞ্চায়েত বোর্ড গঠনে আক্রান্ত জয়েন্ট বিডিও, গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মার

বোর্ড গঠন প্রক্রিয়া স্থগিত ফালাকাটায়।

Alipurduar:  joint BDO attacked over panchayet board formation
Published by: Tanumoy Ghosal
  • Posted:September 7, 2018 9:42 pm
  • Updated:September 7, 2018 9:42 pm  

রাজ কুমার, আলিপুরদুয়ার:  পঞ্চায়েত বোর্ড গঠনকে কেন্দ্র করে রাজ্যে অশান্তির বিরাম নেই। আলিপুরদুয়ারের ফালাকাটা বোর্ড গঠন করতে গিয়ে আক্রান্ত খোদ জয়েন্ট বিডিও-সহ বেশ কয়েকজন সরকারি আধিকারিক। গাড়ি থেকে টেনে-হিঁচড়ে নামিয়ে দুষ্কৃতীরা তাঁদের মারধর করেছে বলে অভিযোগ। সরকারি গাড়িতে চলে ভাঙচুর। সরকারি আধিকারিকদের কাছ থেকে নথিপত্রও ছিনিয়ে নেয় দুষ্কৃতীরা। ফালাকাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন জয়েন্ট বিডিও টিপি ভুটিয়া। আপাতত পঞ্চায়েত বোর্ড গঠন প্রক্রিয়া স্থগিত রেখেছে প্রশাসন।

[ মধ্যরাতে দুষ্কৃতীদের তাণ্ডব, চেয়ারম্যানকে লক্ষ্য করে গুলি-বোমা চাকদহে]

Advertisement

আলিপুরদুয়ারের ফালাকাট ব্লকের ধনিরামপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি। ১৪ আসনের পঞ্চায়েতে ৯টি আসনেই জিতেছেন গেরুয়াশিবিরের প্রার্থীরা। বাকি ৫ আসন পেয়েছে তৃণমূল কংগ্রেস। শুক্রবার ছিল ধনিরামপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন। সকালে যখন পঞ্চায়েত অফিসে যাচ্ছিলেন ফলাকাটার জয়েন্ট বিডিও টিডি ভূটিয়া-সহ অন্যান্য সরকারি আধিকারিকরা, তখন তাঁদের উপর দুষ্কৃতীরা চড়াও হয় বলে অভিযোগ। সকলকেই গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মারধর করা হয়। ছিনিয়ে নেওয়া হয় সরকারি নথিপত্রও। এমনকী, ভাঙচুর চলে সরকারি গাড়িতেও। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফালাকাটা থানার পুলিশ। কিন্তু, ততক্ষণে পালিয়েছে দুষ্কৃতীরা। ঘটনার পর জয়েন্ট বিডিও-সহ আহত সরকারি আধিকারিকদের নিয়ে যাওয়া হয় ফালাকাটা গ্রামীণ হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়। থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন জয়েন্ট বিডিও। তদন্তে নেমেছে পুলিশ। ফালাকাটার বিডিও সুপ্রতীক মজুমদার বলেন, “এটি খুব দুঃখজনক ঘটনা। জেলাশাসককে রিপোর্ট পাঠানো হবে। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মতো পদক্ষেপ করা হবে। তবে আপাতত স্থগিত থাকবে বোর্ড গঠন প্রক্রিয়া।”

এদিকে আবার ধনিরামপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে সংখ্যাগরিষ্ঠ বিজেপি। তাই স্বাভাবিক নিয়মে বোর্ড গঠনের কথা ছিল গেরুয়া শিবিরের। জয়েন্ট বিডিও-র উপর হামলার ঘটনায় তৃণমূলের দিকেই অভিযোগে আঙুল তুলেছেন স্থানীয় বিজেপি নেতারা। বোর্ড গঠন স্থগিতের প্রতিবাদে বিক্ষোভও দেখান পদ্মশিবিরের কর্মী-সমর্থকরা। যদিও সরকারি আধিকারিকদের উপর হামলার অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কংগ্রেস। ঘটনাচক্রে, শুক্রবার শান্তিপূর্ণভাবে বোর্ড গঠন হল বীরপাড়া মাদারিহাট ব্লকের মাদারিহাট গ্রাম পঞ্চায়েত এবং কালচিনি ব্লকের লতাবাড়ি গ্রাম পঞ্চায়েতে। দুটো গ্রাম পঞ্চায়েতে ক্ষমতা দখল করেছে শাসকদল।

[ হেরিটেজ আর্ট গ্যালারি হবে ডুরান্ড হল, পর্যটন কেন্দ্রের ভাবনা রেলের

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement