রাজকুমার, আলিপুরদুয়ার: সমবায় গোষ্ঠীর আর্থিক দুর্নীতির তদন্তে আলিপুরদুয়ারের একাধিক জায়গায় অভিযান সিবিআইয়ের। শনিবার সাতসকাল থেকে সমবায় সমিতির ম্যানেজার তৃপ্তিকণা চৌধুরী এবং সহ হিসাবরক্ষক শম্পা চৌধুরীর বাড়িতেও জোর তল্লাশি। সমবায় কর্মী পঙ্কজ গুহ আচার্য এবং তাঁর ভাই পান্না গুহ আচার্যের বাড়িতে তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। “সত্য সামনে আসবেই”, সিবিআই তল্লাশিতে খুশি অভিযোগকারী অলোক রায়ের।
আলিপুরদুয়ারের সমবায় গোষ্ঠীর অন্তত ৫০ কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে। অভিযোগের জল গড়ায় কলকাতা হাই কোর্টেও। গত ২৪ আগস্ট এই মামলায় একযোগে সিবিআই এবং ইডিকে তদন্তে নামার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। হাই কোর্ট বলার পরেও সিবিআই তদন্তের নির্দেশ কার্যকর প্রথমে হয়নি বলেই অভিযোগ।
সিআইডি মামলার নথি হস্তান্তর করেনি বলেই জানায় সিবিআই। পরিবর্তে আগের নির্দেশ পুনর্বিবেচনার আবেদন করে সিআইডি। তাতেই চরম বিরক্তও হয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুনানি শেষে রাজ্য সরকারকে জরিমানাও করেন বিচারপতি। পরে তিনি সাফ জানান ইডি এবং সিবিআই একযোগে তদন্ত করবে বলেই জানান বিচারপতি গঙ্গোপাধ্যায়।
কলকাতা হাই কোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশই বহাল রাখে। সেই অনুযায়ী আলিপুরদুয়ারে সমবায় সমিতিতে ৫০ কোটির আর্থিক দুর্নীতির মামলার একযোগে তদন্ত করছে সিবিআই ও ইডি। সেই মতো চলছে জোর তল্লাশি।
দেখুন ভিডিও:
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.