Advertisement
Advertisement

Breaking News

ফের জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত্যু, পুলিশ ভ্যান নয়ানজুলিতে ফেলল উত্তেজিত জনতা

অগ্নিগর্ভ আলিপুরদুয়ারের বীরপাড়া।

Alipurduar boils after road mishap, cops attacked
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 4, 2018 12:56 pm
  • Updated:June 4, 2018 1:07 pm  

রাজকুমার কর্মকার, আলিপুরদুয়ার: জাতীয় সড়কে ট্রাফিক আউটপোস্ট বসানোর দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু, প্রশাসনের কোনও ভ্রুক্ষেপ নেই বলে অভিযোগ। সোমবার সাতসকালে বেপরোয়া ট্রাকের ধাক্কার এক ব্যক্তির মৃত্যুতে অগ্নিগর্ভ হয়ে উঠল আলিপুরদুয়ারের বীরপাড়া। ঘটনাস্থলে গিয়ে আক্রান্ত পুলিশও। একটি খালি মোবাইল ভ্যানকে ধাক্কা মেরে নয়ানজুলিতে ফেলে দিলেন বিক্ষোভকারীরা। জাতীয় সড়কে ঘণ্টা দুয়েক ধরে চলল অবরোধও।

[বিলাসবহুল বিদেশি গাড়িতে বেপরোয়া গতি, দুর্ঘটনায় প্রাণ গেল বিশিষ্ট ব্যবসায়ীর]

Advertisement

রবিবার সকালে হাওড়ায় জাতীয় সড়কে বিদেশি গাড়ির বেপরোয়া গতি প্রাণ কেড়েছিল চালকের। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভরতি গাড়ির আরও এক আরোহী। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের দুর্ঘটনা জাতীয় সড়কে। আলিপুরদুয়ারের বীরপাড়ায় বেপরোয়া ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এক ব্যক্তির। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার সকাল ৭টা নাগাদ দলদলিয়া চৌপথি লাগোয়া ৩১ সি জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে এক ব্যক্তিকে ধাক্কা মারে একটি ট্রাক। ঘটনাস্থলেই মারা যান তিনি। এরপরই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। ঘটনার প্রতিবাদে জাতীয় সড়কে অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে পৌঁছায় মাদারিহাট থানার পুলিশ। কিন্তু, পুলিশকর্মীদেরও রেয়াত করেননি বিক্ষোভকারীরা। একটি খালি মোবাইল ভ্যানকে ধাক্কা মেরে রাস্তার পাশে নয়ানজুলিতে ফেলে দেওয়া হয়। প্রায় ঘণ্টা দুয়েক ধরে জাতীয় সড়কে চলে অবরোধ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বীরপাড়ার দলদলিয়া চৌপথি লাগোয়া জাতীয় সড়কে বেপরোয়া গতিতে যান চলাচল করে। এরআগেও বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। জাতীয় সড়কে ট্রাফিক আউটপোস্ট বসানোর জন্য প্রশাসনের কাছে বহুবার দরবার করেছেন তাঁরা। কিন্তু, কাজের কাজ কিছুই হয়নি।

[পথভোলা বৃদ্ধাকে বাড়ি ফিরিয়ে মানবিকতার নজির গড়ল পুলিশ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement