রাজ কুমার, আলিপুরদুয়ার: সোনা পাচারকাণ্ডে নাম জড়াল এক সেনাকর্তার৷ নাম জড়িয়েছে রাজ্যের দুই পুলিশ আধিকারিকেরও৷ সিআইডি সূত্রে খবর, ভুটান সীমান্ত হয়ে বেআইনিভাবে এ রাজ্যে আসা ১৫ কেজি বাজেয়াপ্ত সোনা আত্মসাৎ করার চেষ্টা করেছিলেন ওই ধৃতেরা৷ আলিপুরদুয়ার থেকে গ্রেপ্তার করা হয় অভিযুক্তদের৷
সিআইডির কাছে গত কয়েকমাস ধরেই খবর আসছিল ভুটান সীমান্ত দিয়ে প্রচুর পরিমাণ বেআইনি সোনা এ রাজ্যে ঢুকছে৷ সেই খবরের সূত্র ধরেই কেন্দ্রীয় শুল্ক দপ্তর উত্তরবঙ্গের একাধিক জায়গায় হানা দেয়৷ সিআইডির কাছে খবর আসে চলতি সপ্তাহে ১৫ কেজি সোনা পাচার করা হবে এই রাজ্যে৷পাচারকারীর উপর নজর রাখতে গিয়ে সিআইডি আধিকারিকরা জানতে পারে, ১০ সেপ্টেম্বর হাসিমারায় একটি গাড়ি আটক করে পুলিশ৷ ওই গাড়িতেই ছিল ২৫টি সোনার বিস্কুট৷ মুখে ওই সোনা বাজেয়াপ্ত করা হয়েছে বলে পুলিশ দাবি করলেও, আদতে তা হয়নি৷ সিআইডির যদিও দাবি, ওই সোনা যে বাজেয়াপ্ত করা হয়েছে, তা সরকারিভাবে জানায়নি পুলিশ৷ তার পরিবর্তে ওই সোনার বিস্কুটগুলি ধৃতরা ভাগাভাগি করে নেয়৷
সেখানেই সন্দেহ দানা বাঁধে সিআইডির৷ ঘটনা প্রকাশ্যে আসার পরই শুক্রবার রাতে জয়গাঁ পৌঁছান সিআইডি-র শীর্ষ আধিকারিকরা৷ জয়গাঁ-র এসডিপিও অনিরুদ্ধ ঠাকুর ও বারোবিষা থানার অফিসার-ইন-চার্জ কমলেন্দ্র নারায়ণকে আটক করা হয়৷ তাদের আটক করে সিআইডি জানতে পারে এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল ও এক জওয়ান৷ রাতভর জেরা করা হয় তাদের৷ এরপরই সোনা পাচারকাণ্ডে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়৷
সূত্রের খবর, সোনা পাচার নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও৷ আইনের রক্ষক হয়ে যারা এই ধরনের পাচারকাণ্ডের সঙ্গে যুক্ত, তাদের পুলিশে কাজ করার অধিকার নেই বলেই ক্ষোভপ্রকাশ করেন তিনি৷ মুখ্যমন্ত্রীর ক্ষোভপ্রকাশের পর রাতেই গ্রেপ্তার করা হয় শীর্ষস্থানীয় সেনা আধিকারিক-সহ পুলিশকর্তাদের৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.