সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জামিন পেলেন সিপিআইএম লিবারেশন রেড স্টার নেতা অলীক চক্রবর্তী৷ মঙ্গলবার, বারুইপুর জেলা আদালতে গ্রাহ্য হল তাঁর জামিনের আবেদন৷ তাঁর বিরুদ্ধে মোট ৩৫টি মামলা রুজু হয়েছিল৷ যার মধ্যে ৩৪টিতে মামলায় আগেই জামিন পেয়ে গিয়েছিলেন ভাঙড় আন্দোলনের এই অন্যতম নেতা৷ কিন্তু, একটি মামলা এখনও জারি ছিল৷ সোমবার সেই মামলা থেকেও অব্যাহতি পেলেন অলীক চক্রবর্তী৷ তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, ভাঙড় আন্দোলনে উসকানি দেওয়ার পাশাপাশি, রাষ্ট্রদ্রোহিতা ও সরকারি সম্পত্তি ভাঙচুরের৷
[প্রাক্তন নেত্রীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার বিজেপির জেলা সভাপতি]
অভিযোগপত্রে নাম থাকলেও পুলিশের চোখে ধুলো দিয়ে অনেক দিন ধরেই আত্মগোপন করেছিলেন এই নকশাল নেতা৷ অলীক চক্রবর্তীর কোনও খোঁজ ছিল না পুলিশের কাছে৷ তবে লিভারের সমস্যায় দীর্ঘদিন ধরেই ভুগছিলেন তিনি৷ সেই চিকিৎসা করাতে ভুবনেশ্বরে গিয়েছিলেন তিনি৷ গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে, গতমাসে ভুবনেশ্বরের কলিঙ্গ হাসপাতালের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করেছিল বারুইপুর জেলা পুলিশ৷ ফোনের লোকেশন ট্র্যাক করে তাঁর অবস্থান জানা গিয়েছিল এবং সেই ভিত্তিতেই পাকড়াও করা হয়েছিল তাঁকে৷ এমনই জানা গিয়েছিল৷
[উপকূলে ফেরার পথে ডুবল কাকদ্বীপের ৩টি ট্রলার, নিখোঁজ ১৯ জন মৎস্যজীবী]
ভাঙড়ে পাওয়ার গ্রিডের জন্য রাজ্য সরকারকে জমি দিতে অনিচ্ছুক ছিলেন সেখানকার কৃষকরা৷ কিন্তু তাঁদের কাছ থেকে বলপূর্বক জমি নেওয়া হয়েছে সেই অভিযোগে ভাঙড়ে শুরু হয়েছিল আন্দোলন৷ যাতে প্রথম থেকেই নেতৃত্ব দিয়ে আসছিলেন অলীক চক্রবর্তী৷ গঠন করেছিলেন জমি, জীবিকা, বাস্তুতন্ত্র রক্ষা কমিটি৷ চলতি বছরের পঞ্চায়েত নির্বাচনে ভাঙড়ে মূলত নির্দল প্রার্থী তথা জমি-জীবিকা বাস্তুতন্ত্র রক্ষা কমিটির সঙ্গেই প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছিল শাসক দলকে৷ সেখানে নয়টি আসনের মধ্যে পাঁচটিতেই জয় লাভ করেছিল নির্দলরা৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.