Advertisement
Advertisement
Akhil Giri

রাষ্ট্রপতির পর রাজ্যপাল, বেফাঁস মন্তব্য করে ফের বিতর্কে অখিল গিরি

রাষ্ট্রপতির পর রাজ্যপাল। কুরুচিকর মন্তব্য করে ফের বিতর্কে রাজ্যের কারাগার মন্ত্রী অখিল গিরি। তাঁর বক্তব্যের ভিডিও ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল। যার সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল। তা নিয়ে সরব বিরোধীরা।

Akhil Giri makes fresh controversy

(বাঁদিকে) অখিল গিরি এবং (ডানদিকে) রাজ্যপাল সি ভি আনন্দ বোস

Published by: Sayani Sen
  • Posted:May 11, 2024 12:01 pm
  • Updated:May 11, 2024 2:18 pm

রঞ্জন মহাপাত্র, কাঁথি: রাষ্ট্রপতির পর রাজ্যপাল। কুরুচিকর মন্তব্য করে ফের বিতর্কে রাজ্যের কারাগার মন্ত্রী অখিল গিরি। তাঁর বক্তব্যের ভিডিও ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল। যার সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল। তা নিয়ে সরব বিরোধীরা।

শুক্রবার কাঁথির তৃণমূল প্রার্থী উত্তম বারিকের সমর্থনে রামনগরে জনসভা করেন অখিল গিরি। রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে আক্রমণ করে বলেন, “রাজ্যপালের মাথা গরম হয়ে গিয়েছে। মেয়েটি দেখতে সুন্দর। কাজকর্ম করে। তাঁর লোভ লেগে গিয়েছে। তাঁর অফিসে কাজকর্ম করে। হাত ধরে টেনেছে। বুড়া তোর যদি লোভ লেগে থাকে, তাহলে দক্ষিণ ভারতে যা। রাজ্যপাল আবার অন্য মেয়েদের হাত ধরে টানে কিনা দেখো। এখানে কেন এমন করছিস? এসব নরেন্দ্র মোদি দেখতে পাচ্ছেন না? অমিত শাহরা দেখতে পাচ্ছে না। রাজ্যপাল মহিলার অবমাননা করেছেন। আগে রাজ্যপালকে সামলান। তার পর সন্দেশখালি নিয়ে বলবেন।”

Advertisement

[আরও পড়ুন: নেপথ্যে শাহজাহান অনুগামীরা? সন্দেশখালিতে ফের অস্ত্র উদ্ধারে চাঞ্চল্য]

এই ঘটনা নিয়ে রাজনৈতিক মহলে শুরু তীব্র চাপানউতোর। বিজেপি, সিপিএম সকলেই অখিল গিরির বিরুদ্ধে সমালোচনায় সরব। জেলা সিপিএম নেতা ঝাড়েশ্বর বেরা বলেন, “রাজ্যপালের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে তদন্ত চলছে। তাই এ ধরনের মন্তব্য করা উচিত নয়। তাঁর বিরুদ্ধে তৃণমূলের তরফে ব্যবস্থা নেওয়া উচিত।” বিজেপি নেতা তুষারকান্তি দাসও রাজ্যের মন্ত্রীর বিরুদ্ধে সুর চড়িয়েছেন। বলেন, “একজন মন্ত্রীর মুখে একথা শোভা পায় না। মুখে লাগাম থাকা উচিত।”

উল্লেখ্য,  রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মী গত বৃহস্পতিবার বোমা ফাটান। দাবি করেন, রাজ্যপাল বোস তাঁর দুবার শ্লীলতাহানি করেন। হেয়ার স্ট্রিট থানায় অভিযোগও দায়ের করেন। যদিও অভিযোগ খারিজ করে দেন সি ভি আনন্দ বোস(C V Ananda Bose)। এই ঘটনার নেপথ্যে রাজনৈতিক যোগসাজশ রয়েছে বলেই মনে করছেন তিনি। এই ঘটনা নিয়ে চাপানউতোরের মাঝে রাজভবনের তরফে ফুটেজ প্রকাশ্যে আনা হয়। যা নিয়ে কাটাছেঁড়া চলছে বিস্তর। 

[আরও পড়ুন: মন্দিরে মাথায় হাত দিলীপের! শেষবেলার প্রচারে কীর্তি আজাদকে ব্যঙ্গ বিজেপি প্রার্থীর]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement