ছবি: প্রতীকী
অর্ণব দাস, বারাকপুর: শুটিং প্র্যাকটিসের সময় অঘটন। হাত ফসকে গুলি গিয়ে লাগল পাশের আবাসনে। বারাকপুরের (Barrackpore) ষষ্ঠীতলা এলাকায় রবিবার গভীর রাতের এই ঘটনায় আতঙ্ক ছড়ায়। যদিও হতাহতের কোনও খবর নেই। এভাবে আচমকা আবাসনে গুলিচালনার খবর পাঠানো হয় টিটাগড় (Titagarh) থানায়। সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযোগের ভিত্তিতে আটক করে বায়ুসেনা কর্মীকে। ঠিক কী ঘটেছিল, জানতে তাঁকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
রবিবার গভীর রাতে আচমকাই গুলির (Shootout) শব্দ শুনতে পান ষষ্ঠীতলার এক আবাসনের বাসিন্দারা। এই আবাসনে থাকেন এক পুলিশকর্মী। তিনি লাটবাগানে পুলিশ ট্রেনিংয়ে কর্মরত। শব্দ পেয়ে তিনিই উঠে দেখেন, তাঁর তিনতলার আবাসনে রান্নাঘরে জানলার কাচ ভেঙে গিয়েছে। রাতে গোটা আবাসনে আতঙ্ক ছড়ায়। সকালে উঠে দেখা যায়, ওই জানলায় গুলির ছাপ স্পষ্ট। সঙ্গে সঙ্গে খবর পাঠানো হয় টিটাগড় থানায়। কেউ কোনও উদ্দেশ্য নিয়ে পুলিশকর্মীর (Police) ফ্ল্যাট লক্ষ্য করে গুলি চালাল কি না, সেই প্রশ্নও উঠে যায়।
টিটাগড় থানার পুলিশ তদন্তে নেমে আবাসনের পাশের একজনকে আটক করে। জানা গিয়েছে, তিনি বায়ুসেনা কর্মী। রাতে তিনি এয়ারগান (Air Gun)নিয়ে শুটিং প্র্যাকটিস করছিলেন। হঠাৎ লক্ষ্যভ্রষ্ট হয়ে গুলি লাগে পাশের আবাসনের জানলার কাচে। আপাতত টিটাগড় থানায় রয়েছেন আটক বায়ুসেনা কর্মী। এলাকার স্থানীয় কাউন্সিলর জিতব্রত পালিত জানিয়েছেন, গুলিচালনার ঘটনায় জানলার কাচ ভেঙে যাওয়া ছাড়া বড় কোনও ক্ষতি হয়নি। তবে ঠিক কী ঘটেছিল, তা পুলিশি তদন্তে স্পষ্টভাবে জানা যাবে। এই ঘটনায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে বারাকপুর স্টেশন লাগোয়া ষষ্ঠীতলা এলাকায়।
মাস কয়েক আগে স্টেশনের অপর দিকে এক সোনার দোকানে ভর সন্ধেবেলা গুলি চলেছিল। তাতে মৃত্যু দোকান মালিকের ছেলের। সেই মর্মান্তিক ঘটনার রেশ এখনও কাটাতে পারেননি বাসিন্দারা। তার মধ্যে মাঝরাতে গুলির শব্দ পেয়ে স্বভাবতই আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.