বিজেপিতে যোগ রানিমা অমৃতা রায়ের।
সঞ্জিত ঘোষ, নদিয়া: জল্পনা আগে থেকেই ছিল। সেই জল্পনা সত্যি করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) হাত ধরে বিজেপিতে (BJP) যোগ দিলেন কৃষ্ণনগর (Krishnanagar) রাজপরিবারের বর্তমান রানি অমৃতা রায়। তিনি যে কৃষ্ণনগর লোকসভা (Krishnanagar Lok Sabha) কেন্দ্রের প্রার্থী হতে চলেছেন তা কার্যত স্বীকার করলেন নিজেই। বিজেপিতে যোগ দিয়েই অমৃতা জানান, ভোটের লড়াইয়ে জিতে ফিরবেন তিনি।
কৃষ্ণনগরের রানিমা বিজেপিতে যোগ দেওয়ায় তিনি যে তৃণমূলের (TMC) মহুয়া মৈত্রের বিরুদ্ধে ভোটের ময়দানে নামবে তা এক প্রকার নিশ্চিত। তবে বিজেপি এখনও কৃষ্ণনগর লোকসভার প্রার্থী ঘোষণা করেনি। অনেকদিন ধরেই মহুয়া বিরুদ্ধে বিজেপির প্রার্থী হিসাবে রানিমার নাম ভাসছিল জেলায়। কিছুদিন আগে কলকাতা থেকে কৃষ্ণনগরেও চলে যান তিনি। তার পর বুধবার আনুষ্ঠানিকভাবে গেরুয়া শিবিরে নাম লেখালেন।
করিমপুরে একটি জনসভায় যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখান থেকে কৃষ্ণনগর নগেন্দ্রনগর এলাকায় বিজেপির একটি কার্যালয়েরও উদ্বোধন করেন তিনি। এখানেই তাঁর হাত ধরে দলে যোগ দেন অমৃতা রায়। এছাড়াও চাপড়া বিধানসভা পলাশীপাড়া এবং নাকাশিপাড়া বিধানসভা ও কৃষ্ণনগর পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ড থেকে শতাধিক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যোগদান করলেন বিজেপিতে। মূলত এই এলাকায় সংখ্যালঘুদের সঙ্গে বিজেপির যে দূরত্ব তৈরি হয়েছিল তা কাটাতেই কৃষ্ণনগরের নতুন বিজেপির কার্যালয় উদ্বোধন করা হল মনে করছে রাজনৈতিক মহল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.