Advertisement
Advertisement

Breaking News

Lok Sabha Election

ভোটের মুখে বড়সড় ভাঙন আইএসএফে, হাওড়ার সভায় তৃণমূলে যোগ শতাধিক কর্মীর

তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন প্রার্থী তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়।

Ahead of lok sabha Election More than hundred ISF workers joined TMC

তৃণমূলে যোগ।

Published by: Subhankar Patra
  • Posted:March 17, 2024 9:48 pm
  • Updated:March 17, 2024 9:48 pm  

মণিরুল ইসলাম, উলুবেরিয়া: ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই হাওড়ায় আইএসএফে (ISF)  বড় ভাঙন ধরালো শাসকদল। শতাধিক আইএসএফ কর্মী-সমর্থক যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে (TMC)। আজ, রবিবার হাওড়া লোকসভার পাঁচলায় তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের (Prasun Banerjee) সর্মথনে কর্মীসভার আয়োজন করে স্থানীয় নেতৃত্ব। সেই সভাতেই ঘাসফুল শিবিরে নাম লিখিয়েছেন আইএসএফের কর্মীরা।

গত বিধানসভা নির্বাচনে পাঁচলা কেন্দ্রে বাম-কংগ্রেস-আইএসএফ জোটের পক্ষ থেকে প্রার্থী দিয়েছিল আইএসএফ। ২০২৪-এর লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) প্রাক্কালে সেই এলাকা থেকেই দলে দলে আইএসএফ কর্মী যোগ দিল তৃণমূলে। রবিবার নির্বাচনী প্রচার ও জনসংযোগ কর্মসূচিতে যোগ দিতে আসেন বিদায়ী সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। সেখানেই প্রচুর আইএসএফ কর্মী সমর্থক তৃণমূলে যোগ দেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন পাঁচলার বিধায়ক গুলশান মল্লিকও।

Advertisement

[আরও পড়ুন: ‘তৃণমূল করি বলতে লজ্জা পাচ্ছেন কর্মীরা’, ভোটের আগে কেন বিস্ফোরক TMC বিধায়ক?]

ব্রিগেডের জনগর্জন সভা থেকে ৪২টি কেন্দ্রের প্রার্থী ঘোষণা করে তৃণমূল। হাওড়ায় ফের প্রার্থী করা হয়েছে সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়কেই। নাম ঘোষণার পরেই প্রচার শুরু করেছেন প্রসূন। এদিন এই কর্মীসভায় উপচে পড়া ভিড় ছিল তৃণমূল কর্মী সমর্থকদের। যদিও এলাকার বাসিন্দাদের একাংশের প্রার্থী হিসেবে প্রসূনকে অপছন্দ। তবে প্রসূন বলে দেন,”এখানে বিরোধীরা কেউ জায়গা পাবে না। এটা আমাদের শক্ত ঘাঁটি।” পাঁচলার বিধায়ক গুলশান মল্লিক বলেন, “আমরা বরাবরই এই বিধানসভায় লিডের ক্ষেত্রে প্রথম হয়েছি। সব সময় প্রথমে থেকেছি। ২০২৪-এও আমরাই প্রথমে থাকব। এখান থেকে পিছিয়ে পড়ার কোনও প্রশ্নই নেই।”

[আরও পড়ুন: প্রার্থী জট কাটাতে জরুরি তলব, দিল্লি যাচ্ছেন শুভেন্দু-সুকান্তরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement