Advertisement
Advertisement

Breaking News

Lok Sabha Election 2024

‘বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী, বাইরে BJP-র বাহিনী’, বিধায়কের মন্তব্যে তুঙ্গে বিতর্ক, ধুয়ে দিলেন সুজাতা

বিতর্ক দানা বাঁধতেই নিজের মন্তব্যের ব্যাখ্যা দিলেন বিজেপি বিধায়ক অমরনাথ।

Ahead of lok Sabha Election bjp mlaAmarnath Shakha has controversial comments

নিজস্ব চিত্র।

Published by: Subhankar Patra
  • Posted:April 5, 2024 2:50 pm
  • Updated:April 5, 2024 2:50 pm  

টিটুন মল্লিক, বাঁকুড়া: লোকসভা নির্বাচনের আগে উসকানিমূলক মন্তব্য করে ফের চর্চায় বাঁকুড়ার (Bankura) ওন্দার গেরুয়া বিধায়ক অমরনাথ শাখা (Amarnath Shakha)। তাঁর মন্তব্যের জেরে বির্তকের ঝড় বাঁকুড়াজুড়ে।

নির্বাচনকে (Lok Sabha Election 2024) সামনে রেখে বৃহস্পতিবার বিজেপির বিষ্ণুপুর (Bishnupur) সাংগঠনিক জেলার তরফ থেকে একটি সভার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন অমরনাথ শাখা। বক্তব্য রাখতে উঠে তিনি বলেন, “ভোটের দিন কেন্দ্রীয় বাহিনী থাকবে ভিতরে, বাইরে থাকবে বিজেপির বাহিনী।” জনসভার পর নিজের মন্তব্যের ব্যাখ্যা দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অমরনাথ বলেন, “ভোটের সময় বুথের ভিতরে ছাপ্পা মারা হচ্ছে কি না সেটা দেখার জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী। মানুষ আনন্দ সহকারে ভোট দিচ্ছে এটা দেখার জন্য বাইরে থাকবে আমাদের বাহিনী।”

Advertisement

[আরও পড়ুন: পরকীয়ায় জড়িয়েছে স্ত্রী! সন্দেহের বশে বধূর প্রেমিককে কুপিয়ে ‘খুন’ স্বামীর]

তবে এই প্রথমবার নয়, আগেও বির্তকে জড়িয়েছেন ওন্দার বিধায়ক অমরনাথ। গত বছরের শেষের দিকে কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভার আগে তিনি বলেছিলেন, “তৃণমূল নাকি বলছে আমাদের আটকাবে। আপনাদের বলে দিচ্ছি, তৃণমূল কংগ্রেস যদি রাস্তা আটকায়, গাড়ি থেকে নেমে টুঁটিটা ধরে ওই বাসটাতে তুলবেন, নিয়ে গিয়ে গঙ্গার জলে চোবাবেন।” তাঁর এই মন্তব্যের পর বিস্তর জলঘোলা হয়।

[আরও পড়ুন:‘সন্দেশখালি সিঙ্গুর-নন্দীগ্রাম নয়, কেউ মারা যায়নি’, বিজেপিকে খোঁচা মমতার]

বৃহস্পতিবার বিজেপি বিধায়কের এই মন্তব্যকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল এই মন্তব্যের পালটা দিয়ে বলেন, “বিজেপির বিধায়ক একপ্রকার বলে দিলেন, বিজেপির বাহিনী রাস্তায় মানুষকে ভয় দেখাবেন। বুথের ভিতরে কেন্দ্রীয় বাহিনী দিয়ে বুথ দখল করে ছাপ্পা মারবে। তবে জেনে রাখুন আমরা এখনও মরে যাইনি।” ওন্দা ব্লকের তৃণমূল যুব সভাপতি মনিশংকর মুখোপাধ্যায় বলেন, “ওদের কেন্দ্রীয় বাহিনী, ইডি, সিবিআই সম্বল। ভিতরে যাঁরা ভোট দেবেন তাঁরা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য ভোট দেবেন। কৃষক বন্ধুর জন্য ভোট দেবেন।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement