রাহুল চক্রবর্তী, রায়গঞ্জ: বেশ কিছু শব্দ নিয়ে আপত্তি থাকায় ভোটের আবহে গান গেয়ে বিতর্কে জড়িয়েছেন আসানসোলের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়৷ ইতিমধ্যেই নির্বাচনের কমিশনের তরফে শোকজও করা হয়েছে তাঁকে৷ কিন্তু তাতে কান দিতে নারাজ গেরুয়া শিবির৷ অমিত শাহের সভার আগে বৃহস্পতিবার সকাল থেকে রায়গঞ্জে মাইকে বাজছে বাবুলের গান৷
যুদ্ধের দামামা বেজেছিল ৪ মার্চ৷ নির্ধারিত সূচি অনুযায়ী বৃহস্পতিবার শুরু হয়ে গিয়েছে দিল্লি দখলের লড়াই৷ মোট ১৮টি রাজ্য এবং ২টি কেন্দ্রশাসিত অঞ্চলের ৯১টি আসনে ভোটাভুটি৷ এরপর আবার ১৮ এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচন৷ জলপাইগুড়ি, দার্জিলিং, রায়গঞ্জে চলছে ভোটগ্রহণ৷ প্রথম দফা লোকসভা নির্বাচনের আগে হাইভোল্টেজ ভোটের প্রচার সেরেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ দ্বিতীয় দফায় ভোটের প্রচারের জন্য বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের কাঁধেই দায়িত্ব দিয়েছে গেরুয়া শিবির৷ তাই রাজ্যে প্রথম দফার নির্বাচনের দিনই দার্জিলিংয়ের প্রার্থী রাজু সিং বিস্ত এবং রায়গঞ্জের প্রার্থী দেবশ্রী চৌধুরির সমর্থনে দু’টি জনসভা করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি৷ ইতিমধ্যেই সভার প্রস্তুতি প্রায় শেষ৷
কিন্তু নির্বাচনী সভার আগে গেরুয়া শিবিরের বিরুদ্ধে উঠেছে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ৷ রায়গঞ্জের মার্চেন্ট ক্লাব মাঠে সভা প্রাঙ্গন এবং তার আশেপাশে জোরে জোরে বাজতে দেখা গিয়েছে বাবুল সুপ্রিয়ের বিতর্কিত গান৷ যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে সমালোচনা৷ যে গান নিয়ে নির্বাচন কমিশনের আপত্তির শেষ নেই, সেই গানই কীভাবে বিজেপির সর্বভারতীয় সভাপতির সভার আগে বাজতে পারে, সেই প্রশ্ন তুলেছেন বিরোধীরা৷ তাঁদের অভিযোগ, এই প্রথমই নয়৷ এর আগে দিলীপ ঘোষও নির্বাচন কমিশনের বাধা অগ্রাহ্য করে নিজের সভায় এই গান চালিয়েছিলেন৷ যদিও এ বিষয়ে গেরুয়া শিবিরের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷ রায়গঞ্জের অলিগলিতে বিতর্কিত গান বাজার প্রসঙ্গে এখনও কোনও অভিযোগও দায়ের হয়নি৷
দেখুন সেই ভিডিও:
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.