Advertisement
Advertisement
অমিত শাহ, বাবুল সুপ্রিয়, বিতর্কিত গান

অগ্রাহ্য কমিশনের নিষেধাজ্ঞা, অমিত শাহের সভায় বাজল বাবুলের বিতর্কিত গান

দার্জিলিংয়ের রাজু সিং বিস্ত এবং রায়গঞ্জের প্রার্থী দেবশ্রী চৌধুরির সমর্থনে দু’টি জনসভা রয়েছে অমিত শাহের৷

Ahead of Amit Shah's visit, BJP's controversial song played in Raiganj
Published by: Sayani Sen
  • Posted:April 11, 2019 11:48 am
  • Updated:April 22, 2019 3:31 pm  

রাহুল চক্রবর্তী, রায়গঞ্জ: বেশ কিছু শব্দ নিয়ে আপত্তি থাকায় ভোটের আবহে গান গেয়ে বিতর্কে জড়িয়েছেন আসানসোলের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়৷ ইতিমধ্যেই নির্বাচনের কমিশনের তরফে শোকজও করা হয়েছে তাঁকে৷ কিন্তু তাতে কান দিতে নারাজ গেরুয়া শিবির৷ অমিত শাহের সভার আগে বৃহস্পতিবার সকাল থেকে রায়গঞ্জে মাইকে বাজছে বাবুলের গান৷

[ আরও পড়ুন: ভোটগ্রহণের শুরুতেই বিকল একাধিক ইভিএম, কারচুপির অভিযোগে সরব রবীন্দ্রনাথ ঘোষ]

যুদ্ধের দামামা বেজেছিল ৪ মার্চ৷ নির্ধারিত সূচি অনুযায়ী বৃহস্পতিবার শুরু হয়ে গিয়েছে দিল্লি দখলের লড়াই৷ মোট ১৮টি রাজ্য এবং ২টি কেন্দ্রশাসিত অঞ্চলের ৯১টি আসনে ভোটাভুটি৷ এরপর আবার ১৮ এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচন৷ জলপাইগুড়ি, দার্জিলিং, রায়গঞ্জে চলছে ভোটগ্রহণ৷ প্রথম দফা লোকসভা নির্বাচনের আগে হাইভোল্টেজ ভোটের প্রচার সেরেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ দ্বিতীয় দফায় ভোটের প্রচারের জন্য বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের কাঁধেই দায়িত্ব দিয়েছে গেরুয়া শিবির৷ তাই রাজ্যে প্রথম দফার নির্বাচনের দিনই দার্জিলিংয়ের প্রার্থী রাজু সিং বিস্ত এবং রায়গঞ্জের প্রার্থী দেবশ্রী চৌধুরির সমর্থনে দু’টি জনসভা করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি৷ ইতিমধ্যেই সভার প্রস্তুতি প্রায় শেষ৷

Advertisement

[ আরও পড়ুন: লোকসভা ভোট Live: আলিপুরদুয়ারে ছাপ্পা ভোটের অভিযোগ, ঘটনাস্থলে বিজেপি প্রার্থী]

কিন্তু নির্বাচনী সভার আগে গেরুয়া শিবিরের বিরুদ্ধে উঠেছে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ৷ রায়গঞ্জের মার্চেন্ট ক্লাব মাঠে সভা প্রাঙ্গন এবং তার আশেপাশে জোরে জোরে বাজতে দেখা গিয়েছে বাবুল সুপ্রিয়ের বিতর্কিত গান৷ যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে সমালোচনা৷ যে গান নিয়ে নির্বাচন কমিশনের আপত্তির শেষ নেই, সেই গানই কীভাবে বিজেপির সর্বভারতীয় সভাপতির সভার আগে বাজতে পারে, সেই প্রশ্ন তুলেছেন বিরোধীরা৷ তাঁদের অভিযোগ, এই প্রথমই নয়৷ এর আগে দিলীপ ঘোষও নির্বাচন কমিশনের বাধা অগ্রাহ্য করে নিজের সভায় এই গান চালিয়েছিলেন৷ যদিও এ বিষয়ে গেরুয়া শিবিরের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷ রায়গঞ্জের অলিগলিতে বিতর্কিত গান বাজার প্রসঙ্গে এখনও কোনও অভিযোগও দায়ের হয়নি৷

দেখুন সেই ভিডিও:

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement