দিব্যেন্দু মজুমদার, হুগলি: বিজ্ঞানসম্মত ভেসেল নামানোকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হল বলাগড়ে। শুক্রবার বিকেলে ভেসেল তৈরির কারখানাকে লক্ষ্য করে পাথর ছোঁড়ে উত্তেজিত জনতা। জনতার ছোঁড়া পাথরে নৌকা তৈরির কারখানার এক কর্মী আহত হন। শেষ পর্যন্ত পুলিশের সাহায্য নিয়ে গঙ্গায় ভেসেল নামে। মুখ্যমন্ত্রীর উন্নয়নকে ব্যাহত করার উদ্দেশ্যেই এই বাধাদান বলে মনে করছেন স্থানীয়রা।
[ পঞ্চায়েত ও বিদ্যুৎ দপ্তরের টানাপোড়েনে আঁধারে বিস্তীর্ণ এলাকা, বালুরঘাটে ক্ষোভ ]
সম্প্রতি পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী যাত্রীদের নিরাপত্তার স্বার্থে পশ্চিমবঙ্গ থেকে ২০১৮-র ডিসেম্বরের মধ্যে জলপথে ভুটভুটি নৌকা চলাচল বন্ধ করে অত্যাধুনিক ভেসেল চালু করার কথা ঘোষণা করেছিলেন। সেই মতো রাজ্য সরকারের ঘোষিত জলধারা প্রকল্পে জেলা পরিষদের সদস্যা রুনা খাতুনের স্বামী অরিজিৎ দাস এই ভেসেল তৈরির বরাত পান। গত বছর ২৬ এপ্রিল তেলিনীপাড়া জেটি ভেঙে গঙ্গায় তলিয়ে গিয়ে মৃত্যু হয় ২১ জনের। তারপর সরকারের উদ্যোগে নতুন জেটি তৈরির কাজ সম্পূর্ণ হয়েছে সম্প্রতি। এ মাসে ওই নবনির্মিত জেটির উদ্বোধন করবেন পরিবহনমন্ত্রী। আর সেখান থেকেই জলধারা প্রকল্পে তৈরি এই অত্যাধুনিক ভেসেলের যাত্রা শুরু হওয়ার কথা। কিন্তু শুক্রবার সেই ভেসেল তেলিনীপাড়ার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার জন্য গঙ্গায় নামাতে গিয়ে স্থানীয় কিছু মানুষ বাধা দেওয়ায় পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে।
[ প্রকাশিত হল হাই মাদ্রাসার ফলাফল, পরীক্ষায় বসার নিরিখে টেক্কা মেয়েদের ]
জেলা পরিষদ সদস্যা রুনা খাতুনের অভিযোগ, বলাগড়ের চাদরা ঘোলঘাটে দুটি স্থানীয় ক্লাবের ছেলেরা উন্নয়নকে ব্যাহত করার জন্য বলাগড় থানা, বিডিও-সহ অন্যান্য প্রশাসনিক দপ্তরে পিটিশান দিয়েছে। তাতে উল্লেখ করা হয়েছে, এই ভেসেল নামানোর জন্য নাকি গঙ্গার ভাঙন হচ্ছে। আর এই ভাঙনের অজুহাত দিয়ে এলাকারই কিছু ছেলে শুক্রবার ভেসেল নামাতে বাধা দেয়। এমনকী নৌকা তৈরির কারখানা লক্ষ্য করে পাথরও ছোঁড়ে তাঁরা। পাথরের আঘাতে নৌকা তৈরির কারখানার এক কর্মী আহত হন। পরে পুলিশ প্রশাসনের সাহায্যে ঘোলঘাটে গঙ্গায় ভেসেল নামানো হয়। তবে আজকের এই ঘটনায় এলাকার মানুষ জানান, যাঁরা মানুষের জীবনের নিরাপত্তা চান না তাঁরাই আজকে ভেসেল নামাতে বাধা দিয়েছে। কিন্তু তাঁরা এই কাজকে সমর্থন করেন না।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.