স্টাফ রিপোর্টার, দক্ষিণ ২৪ পরগনা: লাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু যুবকের৷ আর তার জেরেই বুধবার দফায় দফায় উত্তেজনা ছড়াল শিয়ালদহ-ক্যানিং শাখার বেদবেড়িয়া স্টেশনে৷ চলল ট্রেন অবরোধ, বিক্ষোভ৷ দুর্ভোগে পড়লেন নিত্যযাত্রীরা৷ অবরোধকারীদের দাবি, ফুট ওভারব্রিজ না থাকার কারণেই যাত্রীরা বাধ্য হয়ে লাইন পারাপার করেন৷ আর তাতেই এই দুর্ঘটনা৷
উল্লেখ্য, দিনকয়েক আগেই হকার উচ্ছেদকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল বারুইপুর স্টেশন৷ দীর্ঘক্ষণ রেল অবরোধে নাকাল হতে হয়েছিল শিয়ালদহ দক্ষিণ শাখার যাত্রীদের৷ আর এদিন ফের একই ঘটনার সাক্ষী রইলেন শিয়ালদহ-ক্যানিং শাখার যাত্রীরা৷
রেলসূত্রে জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত এদিন সকাল সাড়ে আটটা নাগাদ৷ ডাউন ক্যানিং লোকাল থেকে বেদবেড়িয়া স্টেশনে নেমে লাইন পার হতে যান গোপাল মণ্ডল (৪০) নামে এক যাত্রী৷ সঙ্গে ছিলেন স্ত্রী৷ প্ল্যাটফর্ম ছেড়ে কিছুটা এগিয়ে লাইন পার হচ্ছিলেন তাঁরা৷ কিন্তু যে ট্রেন থেকে তাঁরা নেমেছিলেন সেটি তখনই ছেড়ে দেয়৷ ট্রেন আসছে দেখে স্ত্রী গোপালবাবুকে ধাক্কা দিয়ে লাইন থেকে বাইরে সরিয়ে নিয়ে যেতে চান৷ নিজেও ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচেন৷ কিন্তু শেষরক্ষা হয়নি৷ ট্রেনের তলায় কাটা পড়েন গোপালবাবু৷
ঘটনার পরই এলাকায় উত্তেজনা ছড়ায়৷ উত্তেজিত জনতা লাইনে বসে শুরু করেন ট্রেন অবরোধ৷ আপ এবং ডাউন দু’দিকেই ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়৷ ফলে সমস্যা পড়েন শিয়ালদহ-ক্যানিং শাখার নিত্যযাত্রীরা৷ ঘটনাস্থলে যান রেলের আধিকারিকরা৷ কিন্তু তাতেও বরফ গলেনি৷ বেলা পর্যন্ত অবরোধ চলে৷ স্কুল, কলেজ, অফিস যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন৷ রেলের তরফে শিয়ালদহ থেকে সোনারপুর পর্যন্ত ট্রেন চালানো হলেও তা ছিল অনিয়মিত৷ বেলা পর্যন্ত ছ’ জোড়া ট্রেন বাতিল করা হয়৷
রেলের আধিকারিকরা জানাচ্ছেন, স্থানীয় কিছু মানুষের মদতে বার বার ট্রেন আটকে সাধারণ মানুষকে সমস্যায় ফেলা হচ্ছে৷ তবে অবরোধকারীদের যে ফুট ওভারব্রিজের দাবি তা খতিয়ে দেখা হচ্ছে৷ কিন্তু বার বার ট্রেন অবরোধ কাদের মদতে হচ্ছে, তা তদন্ত করে দেখা হবে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.