Advertisement
Advertisement
Tiger

সুন্দরবনে ফের বাঘের দেখা, নদী পেরনোর সময় ক্যামেরাবন্দি দক্ষিণরায়

রইল সেই মুহূর্তের ভিডিও।

Again Tiger comes out from dense forest of Sundarban | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:February 16, 2021 10:35 am
  • Updated:February 16, 2021 12:08 pm  

দেবব্রত মণ্ডল, বারুইপুর: শীতকাল জুড়ে সুন্দরবনে পর্যটকদের আনাগোনা। মনে সুপ্ত ইচ্ছে, একবার যদি তার দেখা পাওয়া যায়। সে আর কেউ নয়, মনের মধ্যে রোমাঞ্চ জাগানো হলুদ-কালোয় ডোরাকাটা রয়্যাল বেঙ্গল টাইগার। তবে এবার শীতে বিশেষ নিরাশ হননি পর্যটকরা। মাঝেমধ্যেই জঙ্গলের অন্দর থেকে বেরিয়ে এসেছে দক্ষিণরায়। কখনও নদীর ধারে বসে রোদ পোহাতে দেখা গিয়েছে তাকে, আবার কখনও তার ডেরার আশপাশেই পায়চারি করেছে সে। সেই সব মুহূর্ত ক্যামেরাবন্দি করেছেন পর্যটকেরা।

এবার শীতের শেষ। পর্যটকের আনাগোনাও কমছে। ফলে আরও নির্ভয়ে এবার গভীর অরণ্য ছেড়ে বেরিয়ে আসছে দক্ষিণরায়েরা। তেমনই সোমবার এক রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা মিলল সুন্দরবনে। দু’সপ্তাহ পরে সুন্দরবনে দেখা মিলল তার। নদী সাঁতরে পার করার সময় পর্যটকদের ক্যামেরাবন্দি হল রয়্যাল বেঙ্গল টাইগার (Royal Bengal Tiger)। তার দেখা পেতেই উচ্ছ্বসিত পর্যটকরা। নদী সাঁতরে পার করার মুহূর্ত থেকে জঙ্গলে মিশে যাওয়া, সব মুহূর্তই ধরে রাখা হয়েছে ক্যামেরায়। জানা গিয়েছে, বারাসতের একদল বাসিন্দা সুন্দরবনে বেড়াতে এসেছিলেন। পিরখালির জঙ্গলের কাছে নদীতে লঞ্চে ভ্রমণ করার সময় বাঘটির দেখা পান তাঁরা।

Advertisement

[আরও পড়ুন : মালদহে তুঙ্গে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, বিধায়কের বাড়িতে ‘হামলা’ প্রাক্তন মন্ত্রীর]

শীত মানেই সুন্দরবনে পর্যটকদের ভিড়। দক্ষিণরায়ের টানেই সুন্দরবন ভ্রমণে যান বাইরের বহু পর্যটক। তবে গত কয়েক বছর ধরে তাদের সাক্ষাৎ পাওয়া যেন স্বয়ং ভগবানের দর্শন পাওয়ার মতো ঘটনায় পরিণত হয়েছিল। লকডাউনে যদিও ফের পরিস্থিতির বদল ঘটেছে। জনসমাগম প্রায় শূন্য হয়ে যাওয়ায় নিজেদের বিচরণ ক্ষেত্রে ফের স্বমেজাজে ঘুরে বেড়াচ্ছে বাঘ। শীতের মরশুমে মাঝেমধ্যেই পর্যটকদের উপস্থিতি কিছুটা উপেক্ষা করেই জঙ্গলের বাইরে নদীর ধারে ঘোরাফেরা করছে তারা।

[আরও পড়ুন : সরস্বতী পুজোর থিমেও করোনার ছোয়া, কোভিড যোদ্ধাদের কুর্নিশ জানাতেই উদ্যোগ কমিটির]

দেখুন ভিডিও:

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement