Advertisement
Advertisement
Bongaon

ফের ছেলেধরা গুজব! এবার শিকার ভবঘুরে, বেধড়ক মারধর বনগাঁয়

ছেলেধরা সন্দেহে মারধরের ঘটনা শুরু হয় বারাসতের এক বালককে খুনের ঘটনার প্রেক্ষিতে।

Again mob lynching took place at Bongaon

বনগাঁয় ছেলেধরা সন্দেহে গণপিটুনি। নিজস্ব চিত্র।

Published by: Paramita Paul
  • Posted:June 23, 2024 9:34 am
  • Updated:June 23, 2024 11:17 am

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: বারাসত, অশোকনগর, বারাকপুরের পর এবার বনগাঁয় ছেলেধরা সন্দেহে গণপিটুনি! শনিবার রাতে মারধরের চোটে গুরুতর জখম ওই ব্যক্তিকে উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করে পুলিশ। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে তাঁর অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে বনগাঁ পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের ঠাকুরপল্লি এলাকায়। পুলিশ ইতিমধ্যে দুজনকে আটক করেছে।

স্থানীয় সূত্রে খবর, শনিবার বিকেল থেকে ঠাকুরপল্লি এলাকায় ঘোরাঘুরি করছিলেন ওই ভবঘুরে। সন্ধের পর স্থানীয় কয়েকজন তাঁর নাম-পরিচয় জানতে চায়। অভিযোগ এর পরেই তাঁকে ছেলেধরা সন্দেহে বেধড়ক মারধর শুরু করে স্থানীয় কয়েকজন। স্থানীয় ক্লাবের সম্পাদক নির্মলেন্দু বিশ্বাস বলেন, “রাতের বেলা এলাকায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে ঘোরাঘুরি করতে লক্ষ্য করে বাসিন্দারা। ছেলেধরা সন্দেহে তাঁকে মারধর করা হয়। আমরা সেখানে গিয়ে তাঁকে উদ্ধার করে পুলিশে খবর দিই। পুলিশ এসে তাকে গুরুতর জখম অবস্থায় বনগাঁ মহাকুমা হাসপাতালে ভর্তি করে।” এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Advertisement

[আরও পড়ুন: NEET কেলেঙ্কারিতে সিবিআই তদন্ত, আজ পরীক্ষা গ্রেস মার্কস পাওয়া দেড় হাজার পরীক্ষার্থীর]

প্রসঙ্গত, ছেলেধরা সন্দেহে মারধরের ঘটনা শুরু হয় বারাসতের এক বালককে খুনের ঘটনার প্রেক্ষিতে। এর পর অশোকনগর ও বারাকপুরেও গণধোলাইয়ের ঘটনা ঘটে। পুলিশের প্রশাসনের তরফে বারবার প্রচার করার পরেও বনগাঁতে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। ঘটনার তদন্ত নেমে পুলিশ ইতিমধ্যে দুজনকে আটক করেছে |

Advertisement

[আরও পড়ুন: কমছে দুধের দাম, করমুক্ত রেলের একাধিক পরিষেবা, জিএসটি বৈঠকে বড় পদক্ষেপ অর্থমন্ত্রীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ