Advertisement
Advertisement

ফের অজানা জ্বরের আতঙ্ক কাঁকসায়, কিশোরের মৃত্যুর পর সতর্ক প্রশাসন

পরিস্থিতি উপর কড়া নজরদারি শুরু করেছেন কাঁকসা ব্লকের বিডিও৷

Again fear of unknown fever, careful administration after the teenage death
Published by: Kumaresh Halder
  • Posted:August 24, 2018 7:23 pm
  • Updated:August 24, 2018 7:23 pm  

সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: ফের অজানা জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক কিশোরের৷ শুক্রবার কিশোরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চরম আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়েছে৷ পরিস্থিতি উপর কড়া নজরদারি শুরু করেছেন কাঁকসা ব্লকের বিডিও৷

[থমকে সম্প্রসারণের কাজ, বেহাল জাতীয় দু’নম্বর সড়ক এখন বিভীষিকা]

জানা গিয়েছে, কাঁকসার আমলাজোড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় পলাশডাঙ্গা গ্রাম৷ অধিকাংশই হিন্দিভাষী মানুষের বাস৷ কৃষিকাজই মূল জীবিকা৷ গত ১১ আগস্ট এই গ্রামেরই পানাগড় হিন্দি হাই স্কুলের একাদশ শ্রেণির ছাত্র সঞ্জয় চৌধুরি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রথমে পানাগড় ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ও পরে কাঁকসারই এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়৷ গত ২০ আগস্ট ওই বেসরকারি হাসপাতালেই মৃত্যু হয় সঞ্জয়ের৷ তারপর থেকে আতঙ্ক আরও প্রবল হয়েছে৷ গ্রামে আরও আট জন শিশু এখনও অজানা জ্বরে আক্রান্ত বলে খবর৷ ব্লক হাসপাতালে চিকিৎসার জন্যে নিয়ে যাওয়া হলেও চিকিৎসা ছিলেন না বলে অভিযোগ৷ গোটা গ্রামজুড়েই অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়েছে৷ নিকাশিনালাতে দীর্ঘদিন ধরে জমে আছে জল৷ গ্রামের যত্রতত্র জমে জল৷ ব্লক স্বাস্থ্যকেন্দ্র থেকে কোনও স্বাস্থ্যকর্মীও এলাকায় যায়নি বলে অভিযোগ৷

Advertisement

[পঞ্চায়েতে বোর্ড গঠন প্রক্রিয়াকে সন্ত্রাসমুক্ত করার আরজি, হাই কোর্টে মামলা বিজেপির]

এদিকে, ডেঙ্গুতে এক কিশোরের মৃত্যু অন্যদিকে গ্রামে অজানা জ্বরে আক্রান্তের সংখ্যা বাড়ছে৷ বিশেষ করে শিশুরা আক্রান্ত হচ্ছে বেশি৷ যার ফলে চরম আতঙ্ক গ্রাস করেছে গোটা গ্রামকে৷ সংবাদমাধ্যমের কাছে খবর পেয়ে শুক্রবার দুপুরে কাঁকসার বিডিও অরবিন্দ বিশ্বাস ব্লকের স্বাস্থ্যকর্মীদের নিয়ে পলাশডাঙা গ্রাম পরিদর্শনে যান৷ গ্রামের অপরিচ্ছন্ন পরিবেশ নিয়ে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন৷ নিচু এলাকা হওয়ায় একটু বৃষ্টিতেই জল জমে যায় এলাকায়৷ ফলে, সেই জলেই জমে মশার লার্ভা৷ পঞ্চায়েতের পক্ষ থেকে বেশ কিছুদিন আগে ব্লিচিং ছড়ানো হলেও তার চিহ্ন মাত্র নেই এখন৷ পরিদর্শনের পর বিডিও অরবিন্দ বিশ্বাস বলেন, “যে কিশোরের মৃত্যু হয়েছে, তার ডেঙ্গুতেই মৃত্যু হয়েছে এমন কোন নথি আমি পাইনি৷ তবে, গ্রামে বেশ কিছু শিশু জ্বরে আক্রান্ত হয়েছে৷ এরমধ্যে একটি শিশুর অবস্থা একটু খারাপই মনে হল৷ তাকে আগামিকালের মধ্যে পানাগড় স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করতে বলেছি৷ আগামিকালই একটি মেডিক্যাল টিম এলাকায় বসবে৷ রক্ত পরীক্ষা ছাড়াও প্রয়োজনীয় ওষুধও দেওয়া হবে সেখানে৷” শনিবার ফের এলাকায় ব্লিচিং, মশা মারার স্প্রে করা হবে বলে জানান বিডিও অরবিন্দ বিশ্বাস৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement