Advertisement
Advertisement

ফেসবুক পোস্টে পুরনোকে ভুলে নতুন শুরুর ইঙ্গিত মনোরঞ্জন ব্যাপারীর, তুঙ্গে দলবদলের জল্পনা

বেশ কিছুদিন ধরেই দলের নেতাদের ভূমিকায় ক্ষুব্ধ বিধায়ক।

Again controversy started over TMC MLA Manaranjan Byapari's post | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:July 17, 2023 3:59 pm
  • Updated:July 17, 2023 3:59 pm  

সুমন করাতি, হুগলি: আবারও বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর তাৎপর্যপূর্ণ ফেসবুক পোস্ট। ইঙ্গিত দিলেন নতুন শুরুর। যা ঘিরে শোরগোল রাজনৈতিক মহলে। অনেকেরই প্রশ্ন, তৃণমূল বিধায়ক কি এবার তাহলে রাজনীতি ছাড়ছেন? নাকি যোগ দেবেন অন্য দলে? জল্পনা শুরু।

এদিন বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী তাঁর ফেসবুকে লেখেন, “পুরাতন সব কিছু ভুলে যেতে চাই। আমি কঠোর দরিদ্র জীবন দেখেছি প্রায় চল্লিশ বছর। শুধু জল খেয়ে পেটের যন্ত্রণা ভুলে থাকার সেই দিন গুলো আজও মনে পড়লে বুকে ব‍্যথা মোচড় দিয়ে ওঠে। সেই যে ছাগল-গরু চড়ানো, চায়ের দোকানে গ্লাস ধোয়া, মুটে মজুরি, রিকশা চালানো, ডোম, সুইপার, ট্রাকের খালাসি, নাইট গার্ড, রান্নার কাজও করেছি অনেক বছর। তারপর স্টেশনের এক গুন্ডা, ছুরি-চাকু-বোম। নকশাল আন্দোলনে জড়িয়ে যাওয়া! অনেকবার জেল খাটা। মরতে মরতে বেঁচে যাওয়া, বেঁচে থেকে মরে যাওয়া সেও ঘটেছে আমার জীবনে।”

Advertisement

[আরও পড়ুন: কমছে স্নাতকে ভরতির আবেদনের সংখ্যা, আসন পূরণে চিন্তায় কলেজ কর্তৃপক্ষ]

তিনি আরও লেখেন, “এরপর শুরু লেখক জীবন। বহু বছর ধরে ঘাড় গুজে লিখে যাওয়া। অনেক বই অনেক পুরস্কার! তারপর আবার সে সব ফেলে রাজনীতিতে আসা। বিধায়ক হয়ে যাওয়া। নরকের শেষ ধাপ আমি যেমন দেখেছি আবার “স্বর্গের”সিড়ি বেয়েও এক দু’ধাপ উঠতেও পেরেছি। ঘৃণা, নিন্দা অপযশ যত জুটেছে সমপরিমাণ মানসন্মান, ভালোবাসাও জুটেছে আমার “ভাগ‍্যে”! সে ঘৃনা, নিন্দা হোক আর মানসন্মান, এতো বছরে যা পেয়েছি সব ভুলে যেতে চাই। আবার সব কিছু শুরু করতে চাই নতুনভাবে, নতুন কোনও পরিচয়ে। ফেলে আসা দিন গুলোর দিকে আর পিছনে ফিরে তাকাতে চাই না।”

বেশ কিছুদিন ধরে বারবার দলের নেতা-নেত্রীদের বিরুদ্ধে প্রকাশ্যে সরব হচ্ছেন মনোরঞ্জন ব্যাপারী। কখনও সরাসরি দলের নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন। এই পরিস্থিতিতে বিধায়ক ‘নতুন করে শুরু’ বলতে কী বোঝাতে চেয়েছেন, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে।

 

[আরও পড়ুন: প্রেসিডেন্সি জেলে ইডি আধিকারিকদের সামনেই অসুস্থ ‘কালীঘাটের কাকু’, ভরতি এসএসকেএমে]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement